সংক্ষিপ্ত
ওডিআই বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে বিতর্ক অব্যাহত। বাংলাদেশ দলের ক্রীড়াসুলভ মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুবমান গিল। অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচে খুব একটা লড়াই হয়নি। ভারতীয় দল সহজ জয়ই পেয়েছে। কিন্তু এই ম্যাচেও বিতর্ক এড়ানো সম্ভব হয়নি। ম্যাচের শেষদিকে বিরাট কোহলির শতরান আটকানোর লক্ষ্যে লেগস্টাম্পের বাইরে বল করেন নাসুম আহমেদ। কিন্তু ওয়াইড বল দেননি আম্পায়ার রিচার্ড কেটলবরো। এই ঘটনা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। নাসুম ইচ্ছাকৃতভাবে লেগস্টাম্পের বাইরে বল রেখেছিলেন কি না এই প্রশ্ন তুলেছেন ভারতের ওপেনার শুবমান গিল। এই অভিযোগ অস্বীকার করেছেন শাকিব আল-হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে বিতর্ক। পরস্পরকে কটাক্ষ করছেন ভারত ও বাংলাদেশের সমর্থকরা।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ওয়াইড বলের চেষ্টা এবং আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয় শুবমানকে। তিনি জবাব দেন, ‘কীসে অবাক হব? আম্পায়ারের সিদ্ধান্তে না ওয়াইড বলের চেষ্টায়? আমি জানি না ও ওয়াইড বল করার চেষ্টা করেছিল না ভালোভাবেই বল করতে চেয়েছিল এবং ওর হাত থেকে বল ছিটকে যায়।’
সাংবাদিক বৈঠকে শান্তকে একাধিকবার এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। বাংলাদেশের অধিনায়ক ইচ্ছাকৃতভাবে ওয়াইড বল করার কথা অস্বীকার করেন। শান্ত বলেন, ‘না, আমাদের সেরকম কোনও পরিকল্পনা ছিল না। আমরা স্বাভাবিকভাবেই খেলার পরিকল্পনা করেছিলাম। কোনও বোলারই ইচ্ছাকৃতভাবে ওয়াইড বল করতে চায় না। আমরা ভালোভাবেই খেলতে চেয়েছিলাম।’ কিন্তু বাংলাদেশের অধিনায়ক বিরাটকে শতরান করতে না দেওয়ার লক্ষ্যে ওয়াইড বলের চেষ্টার কথা অস্বীকার করলেও, এই বিতর্ক থামছে না।
ওয়াইড বল সংক্রান্ত নতুন নিয়মের জন্যই নাসুমের বলে ওয়াইড দেননি আম্পায়ার। ২০২১ সালের অক্টোবরে জারি হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ‘ব্যাটার কোথায় দাঁড়িয়ে আছেন, তার উপর ভিত্তি করে ওয়াইড বলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আম্পায়ার। বোলার রান-আপ শুরু করার পর ব্যাটার কোথায় দাঁড়িয়ে আছে, সেটা জরুরি। ব্যাটার সাধারণভাবে যেখানে দাঁড়িয়ে থাকেন, সেখান থেকে বল কতটা দূরে থাকছে, সেটা বিচার করতে হবে।’ এই নিয়মই প্রয়োগ করেন কেটলবরো।
এমসিসি-র নতুন নিয়ম অনুযায়ী ঠিক সিদ্ধান্তই নিয়েছেন কেটলবরো। কারণ, নাসুম রান-আপ শুরু করার সময় বিরাট যেখানে ছিলেন, সেই অবস্থায় থাকলে সহজেই শট খেলতে পারতেন। কিন্তু এরপর তিনি অফস্টাম্পের দিকে সরে যান। ফলে বলটি লেগ স্টাম্পের বাইরে চলে যায়। সেই কারণেই ওয়াইড বল দেননি আম্পায়ার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
Australia vs Pakistan: পাকিস্তানের 'বিশ্বসেরা' বোলিং লাইনআপকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়া ৩৬৭/৯
Sehar Shinwari: ঢাকায় গিয়ে মাছ খাওয়া হল না, ভারতের জয়ের পর কী বলছেন পাক অভিনেত্রী?