সোমবার বাংলাদেশের কাছে ৩ উইকেটে হেরে চলতি ওডিআই বিশ্বকাপে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। বাংলাদেশ আগেই লিগ পর্যায় থেকে বিদায় নেওয়া নিশ্চিত করেছে।
দিল্লির বাতাস গত কয়েকদিন ধরে দূষণে ভারী। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও ছড়াল দূষণ। শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার ও অধিনায়ক শাকিব আল-হাসানের লড়াইয়ের সাক্ষী থাকল দিল্লি। শাকিবের আবেদনের ভিত্তিতেই ম্যাথুজকে 'টাইমড আউট' দেওয়া হয়। ক্রিকেট দুনিয়ায় এই আউট নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শাকিবের উপর প্রচণ্ড ক্ষুব্ধ শ্রীলঙ্কা শিবির। শাকিব আউট হতেই সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল ম্যাথুজের আচরণে। তিনি বাঁ হাতের কবজিতে ঘড়ির ইঙ্গিত করে শাকিবকে কটাক্ষ করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।
শাকিবের অসাধারণ পারফরম্যান্স
এই ম্যাচে বিতর্কে জড়ালেও, অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে জেতান শাকিব। প্রথমে বোলিং করার সময় ১০ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক। তিনি শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস ও সাদিরা সমরবিক্রমাকে আউট করেন। এরপর রান তাড়া করার সময় ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৬৫ বলে ৮২ রান করেন শাকিব। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটিতে ১৬৯ রান যোগ করেন শাকিব। এই জুটিই বাংলাদেশের জয় নিশ্চিত করে দেয়। ৩১.১ ওভারে ম্যাথুজের বলেই আউট হয়ে যান শাকিব। অসাধারণ ক্যাচ নেন চরিত আসালাঙ্কা। এরপরেই শাকিবকে কটাক্ষ করেন ম্যাথুজ।
বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায়
বাংলাদেশের কাছে হেরে এবারের ওডিআই বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছেন ম্যাথুজরা। ৮ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্টও ৪। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় ৭ নম্বরে বাংলাদেশ। ৮ নম্বরে নেমে গেল শ্রীলঙ্কা। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। আয়োজক দেশ হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। বাকি ২টি জায়গার জন্য লড়াইয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড।
টাইমড আউট বিতর্ক
শ্রীলঙ্কার ইনিংসের ২৪.২ ওভার শাকিবের বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাদিরা সমরবিক্রমা। এরপর ব্যাটিং করতে যান ম্যাথুজ। কিন্তু তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল। সেই হেলমেট পরে ব্যাটিং করা সম্ভব নয় বুঝে অন্য হেলমেট চান ম্যাথুজ। সেটা করতে গিয়ে দেরি হয়ে যায়। 'টাইমড আউট'-এর আবেদন জানান শাকিব। নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার আউট বা অবসৃত হওয়ার ২ মিনিটের মধ্যে খেলা শুরু করতে হবে। সেটা না হওয়ায় ম্যাথুজকে আউট ঘোষণা করেন আম্পায়াররা।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Bangladesh Vs Sri Lanka: বিতর্কের ম্যাচে বাংলাদেশের কাছে হার, বিশ্বকাপের বাইরে শ্রীলঙ্কা
Angelo Mathews Timed Out: ক্রিকেটকে কলঙ্কিত করলেন শাকিব, তোপ ক্রিকেটপ্রেমীদের