সংক্ষিপ্ত
এবারের ওডিআই বিশ্বকাপে সেমি-ফাইনালের দৌড় যেমন অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে, তেমনই পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকা দলগুলির মধ্যেও দারুণ লড়াই চলছে।
অ্যাঞ্জেলো ম্যাথুজের 'টাইমড আউট' হওয়া নিয়ে বিতর্কের ম্যাচে জয় পেল বাংলাদেশ। ফলে সরকারিভাবে ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করার আশা জাগিয়ে তুললেন শাকিব আল-হাসানরা। ৮ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট ৪। পয়েন্ট তালিকায় ৭ নম্বরে উঠে এল বাংলাদেশ। ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। তবে রান রেটে এগিয়ে বাংলাদেশ। ৭ ম্যাচ খেলে ৪ পয়েন্ট থাকলেও, রান রেটে পিছিয়ে থাকায় ৯ নম্বরে নেমে গেল নেদারল্যান্ডস। ৭ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে সবার শেষে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
৩ উইকেটে জয় বাংলাদেশের
সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শাকিব। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৩ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৪১.১ ওভারেই ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। ম্যাথুজের আউট নিয়ে বিতর্কে জড়ালেও, বোলিং-ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন শাকিব।
বিফলে চরিত আসালাঙ্কার শতরান
বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ১০৮ রান করেন চরিত আসালাঙ্কা। তাঁর ১০৫ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ওপেনার পথুম নিশাঙ্ক করেন ৪১ রান। সাদিরা সমরবিক্রমাও ৪১ রান করেন। ধনঞ্জয় ডি সিলভা করেন ৩৪ রান। ২২ রান করেন মাহিশ থিকসানা। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস করেন ১৯ রান। বাংলাদেশের হয়ে ৮০ রান দিয়ে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ৫৭ রান দিয়ে ২ উইকেট নেন শাকিব। ৫২ রান দিয়ে ২ উইকেট নেন শরিফুল ইসলাম। ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন মেহিদি হাসান মিরাজ।
শান্ত-শাকিবের অসাধারণ ব্যাটিং
রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারে ওপেনার তানজিদ হাসানের (৯) উইকেট হারায় বাংলাদেশ। অপর ওপেনার লিটন দাস করেন ২৩ রান। তবে বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে দেন নাজমুল হোসেন শান্ত (৯০) ও শাকিব (৮২)। এই জুটিতে যোগ হয় ১৬৯ রান। মাহমুদুল্লাহ করেন ২২ রান। ১০ রান করেন মুশফিকুর রহিম। ১৫ রান করে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। শ্রীলঙ্কার হয়ে ৬৯ রান দিয়ে ৩ উইকেট নেন দিলশান মদুশনাকা। ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন থিকসানা। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন ম্যাথুজ।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Angelo Mathews Timed Out: ক্রিকেটকে কলঙ্কিত করলেন শাকিব, তোপ ক্রিকেটপ্রেমীদের