এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে কোনও খামতি দেখা যাচ্ছে না। তবে উন্নতির অবকাশ সবসময়ই থাকে। সেই কারণে অনুশীলনে জোর দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।
রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলতি ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচের বিশেষ গুরুত্ব নেই। কারণ, ইতিমধ্যেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। ফলে সেমি-ফাইনাল নিয়েই ভাবছেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। সেমি-ফাইনালে ভারতের বিরুদ্ধে কোন দল খেলবে, সেটা এখনও ঠিক হয়নি। তবে এই টুর্নামেন্টে সব দলের বিরুদ্ধেই খেলেছে এবং জয় পেয়েছে ভারত। ফলে সেমি-ফাইনালেও জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল। টানা ৮ ম্যাচ জিতে চলতি ওডিআই বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ভারত। ছন্দ ধরে রাখাই বিরাট কোহলি, মহম্মদ শামিদের লক্ষ্য।
সেমি-ফাইনালের প্রস্তুতিতে ভারতীয় দল
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচটিকে ভারতীয় দলের কাছে সেমি-ফাইনালের প্রস্তুতির অঙ্গ হিসেবেই দেখা হচ্ছে। এই ম্যাচের আগে অনুশীলনে ব্যাটিংয়ে জোর দিচ্ছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। এই দুই বোলার ভালো ফর্মে। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলকে সাহায্য করাই তাঁদের লক্ষ্য। যদিও ভারতীয় দলের সব ব্যাটারই অসাধারণ ফর্মে। প্রতিটি ম্যাচেই একাধিক ব্যাটার বড় স্কোর করছেন। সেমি-ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতানোই শুবমান গিল, শ্রেয়াস আইয়ারদের লক্ষ্য। পাশাপাশি কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারাও দলের জয়ে অবদান রাখতে চান।
সেমি-ফাইনালের আগে সতর্ক ভারত
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় দল। সেই কারণে এবার সেমি-ফাইনালের আগে সতর্ক ভারতের টিম ম্যানেজমেন্ট। এবার আর কোনও ভুল করতে রাজি নন ভারতীয় ক্রিকেটাররা। ১২ বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই ভারতীয় দলের লক্ষ্য। রোহিত, বিরাট, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামির মতো সিনিয়র ক্রিকেটাররা এবারই শেষ ওডিআই বিশ্বকাপ খেলছেন। রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদবও পরের ওডিআই বিশ্বকাপে খেলবেন কি না নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেই কারণে তাঁরা এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া। এবার ভারতীয় দল যে ফর্মে, তাতে চ্যাম্পিয়ন না হলে সেটাই হবে সবচেয়ে বড় অঘটন।
আগামী সপ্তাহেই শেষ হচ্ছে বিশ্বকাপ
১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল। পরদিন ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমি-ফাইনাল। এরপর ১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ফাইনাল। ভারতের অধিনায়ক রোহিতই বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নেবেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ICC World Cup 2023: বিশ্বকাপের নক-আউট পর্যায়ের জন্য নতুন করে টিকিট ছাড়ছে বিসিসিআই
ICC Cricket World Cup 2023: ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে কোন দল?