ক্রিকেট দুনিয়ায় লড়াকু দল হয়ে উঠেছে আফগানিস্তান। টি-২০ ফর্ম্যাটের পাশাপাশি ওডিআই ফর্ম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন রশিদ খানরা।
গতবারের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে চমক দিল ইংল্যান্ড। এবারের ওডিআই বিশ্বকাপে এই প্রথম কোনও ম্যাচ জিতল আফগানরা। ৩ ম্যাচ খেলে আফগানিস্তানের পয়েন্ট ২। ইংল্যান্ডও ৩ ম্যাচ খেলে ২ পয়েন্টেই আছে। কারণ, গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা ইতিমধ্যেই ২ ম্যাচে হেরে গিয়েছে। আফগানিস্তানের চেয়ে রান রেট ভালো থাকায় এখন ৫ নম্বরে ইংল্যান্ড। ৬ নম্বরে আছে আফগানিস্তান। ৭ নম্বরে থাকা বাংলাদেশও ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে। এখনও পর্যন্ত পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া। ফলে জমে উঠেছে লড়াই। বিশ্বকাপের বাকি ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচের শুরু থেকেই আফগানিস্তানের দাপট ছিল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। আফগানিস্তানের ওপেনিং জুটির দাপটে শুরুতেই কোণঠাসা হয়ে পড়েন ইংল্যান্ড। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএল-এ খেলা রহমানউল্লাহ গুরবাজ ৫৭ বলে ৮০ রান করেন। তাঁর বিস্ফোরক ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার ইব্রাহিম জর্দান করেন ২৮ রান। রহমত শাহ (৩) অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি করেন ১৪ রান। আজমাতুল্লাহ ওমরজাই করেন ১৯ রান। উইকেটকিপার-ব্যাটার ইকরাম আলিখিল ৫৮ রান করেন। মহম্মদ নবি করেন ৯ রান। রশিদ খান করেন ২৩ রান। মুজিব-উর-রহমান করেন ২৮ রান। ৫ রান করেন নবীন-উল-হক। ২ রান করে অপরাজিত থাকেন ফজলহক ফারুকি। ২৮৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
ইংল্যান্ডের হয়ে ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন আদিল রশিদ। ৫০ রান দিয়ে ২ উইকেট নেন মার্ক উড। ৫২ রান দিয়ে ১ উইকেট নেন রিসি টপলি। ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন লিয়াম লিভিংস্টোন। ১৯ রান দিয়ে ১ উইকেট নেন জো রুট।
রান তাড়া করতে নেমে ৪০.৩ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক (৬৬) ছাড়া আর কেউ বড় রান পাননি। দ্বিতীয় সর্বাধিক ৩২ রান করেন ডেভিড মালান। আদিল ২০, উড ১৮, টপলি অপরাজিত ১৫ রান করেন।
আফগানিস্তানের হয়ে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ। ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন মুজিব। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন নবি। ৫০ রান দিয়ে ১ উইকেট নেন ফজলহক। ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন নবীন।
আরও পড়ুন-
Team India: বৃহস্পতিবার সামনে বাংলাদেশ, পুণে পৌঁছে গেলেন রোহিত-বিরাটরা
India Vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের ছক্কা দেখে উল্লসিত আই শো স্পিড, ভাইরাল ভিডিও