এবারের ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ভারতীয় দল। পরপর ৩ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর ৩টি ম্যাচে জয় পেলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবে ভারত।
অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর পাকিস্তান, চলতি ওডিআই বিশ্বকাপে পরপর ৩ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে রবিবার আমেদাবাদ থেকে পুণে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। বৃহস্পতিবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হতে চলেছে ভারত-বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচ জিতলে সেমি-ফাইনালের আরও কাছে পৌঁছে যাবে ভারতীয় দল। ফলে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে। তার উপর চোট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান। তিনি বৃহস্পতিবারের ম্যাচে অনিশ্চিত। তা সত্ত্বেও বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছে না ভারতীয় দল। ভালো পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে হারানোই ভারতের একমাত্র লক্ষ্য।
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় শিবিরের চেহারাই বদলে গিয়েছে। ক্রিকেটাররা যেমন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, তেমনই ক্রিকেটপ্রেমীরাও উচ্ছ্বসিত। এদিন ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য অনেকেই হাজির হন। ক্রিকেটারদের দেখেই তাঁরা 'ইন্ডিয়া, ইন্ডিয়া' চিৎকার করে ওঠেন। বৃহস্পতিবারের ম্যাচে গ্যালারি পূর্ণ থাকবে। ভারতীয় দলের জন্য গলা ফাটাতে তৈরি পুণের ক্রিকেটপ্রেমীরা।
শনিবারের ম্যাচে বোলিং-ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হক করেন ৩৬ রান। অপর ওপেনার আবদুল্লাহ শফিক ১২ রান করেন। অধিনায়ক বাবর আজম সর্বাধিক ৫০ রান করেন। উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান দ্বিতীয় সর্বাধিক ৪৯ রান করেন। সৌদ শাকিল ৬ রান করেই আউট হয়ে যান। ইফতিকার আহমেদ করেন ৪ রান। ২ রান করেই আউট হয়ে যান শাদাব খান। ৪ রান করেন মহম্মদ নওয়াজ। ১২ রান করেন হাসান আলি। ২ রান করেন হ্যারিস রউফ। ২ রান করে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি।
ভারতের হয়ে ৭ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ১৯ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৮ ওভার বোলিং করে ৫০ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৬ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১০ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ৯.৫ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
ভারতের হয়ে অসাধারণ ব্যাটিং করেন রোহিত। তিনি ৮৬ রান করেন। ৫৩ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার। ৩০.৩ ওভারেই জয় তুলে নেয় ভারত।
আরও পড়ুন-
India Vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের ছক্কা দেখে উল্লসিত আই শো স্পিড, ভাইরাল ভিডিও
India Vs Pakistan: বিসিসিআই-কে আক্রমণ করতে গিয়ে পাকিস্তানেই নিন্দিত মিকি আর্থার