India Vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের ছক্কা দেখে উল্লসিত আই শো স্পিড, ভাইরাল ভিডিও

Published : Oct 15, 2023, 06:36 PM ISTUpdated : Oct 15, 2023, 07:28 PM IST
IShowSpeed

সংক্ষিপ্ত

ভারতীয় দলকে সমর্থন করতে ওডিআই বিশ্বকাপ চলাকালীন ভারতে এসেছেন জনপ্রিয় ইউটিউবার আই শো স্পিড। তিনি শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতেও গিয়েছিলেন।

শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউটিউবার আই শো স্পিডকে। তিনি ভারতের জয় উপভোগ করেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা যখন একের পর এক ওভার-বাউন্ডারি মারছিলেন, তখন অন্যান্য দর্শকদের সঙ্গে লাফিয়ে ওঠেন আই শো স্পিড। তিনিও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ২২ গজে যখন রোহিত, শ্রেয়াস আইয়াররা পাকিস্তানের বোলারদের শাসন করছিলেন, তখন গ্যালারি মাতিয়ে দেন এই ইউটিউবার। এর আগে তাঁকে মুম্বইয়ে দেখা যায়। বিরাট কোহলির জার্সি পরে মুম্বইয়ের আজাদ ময়দানে ক্রিকেটও খেলেন আই শো স্পিড। এবার তাঁকে ভারতের ম্যাচে স্টেডিয়ামে দেখা গেল।

 

 

মুম্বইয়ে পৌঁছনোর পর র‍্যাপার এম সি স্ট্যান, বিখ্যাত গায়ক দালের মেহেন্দির সঙ্গে দেখা হয় আই শো স্পিডের। তিনি ভারতে সঙ্গীত বিষয়ক কোনও কাজ করতে চাইছেন বলে জল্পনা তৈরি হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য মুম্বই থেকে আমেদাবাদ পৌঁছন এই ইউটিউবার। মুম্বইয়ের মতোই আমেদাবাদেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেন আই শো স্পিড। তিনি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে বসে পুরো ম্যাচ দেখেন। ভারতীয় দল জয় পাওয়ায় খুব খুশি আই শো স্পিড। তিনি বিরাট কোহলির অনুরাগী। শনিবারের ম্যাচের পর বিরাটকে সর্বকালের সেরা বলে উল্লেখ করেছেন আই শো স্পিড। তাঁর কথা শুনে দর্শকদের উচ্ছ্বাস বেড়ে যায়।

 

 

শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে দেখা হয় আই শো স্পিডের। তাঁদের কথাও হয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রিয় ক্রিকেটার বিরাটের সঙ্গে দেখা করার স্বপ্ন আছে আই শো স্পিডের। কিন্তু শনিবার স্টেডিয়ামে থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে বিরাটের দেখা হয়নি। পরবর্তীকালে হয়তো তাঁর এই স্বপ্নপূরণ হবে।

আই শো স্পিডের আসল নাম ড্যারেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওর বাসিন্দা। অনেকদিন ধরেই ভারতে আসার ইচ্ছা ছিল। শেষপর্যন্ত বৃহস্পতিবার এদেশে এসে পৌঁছন এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ২০ মিলিয়নেরও বেশি। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অত্যন্ত জনপ্রিয় আই শো স্পিড। ওডিআই বিশ্বকাপ উপলক্ষেই ভারতে এসেছেন আই শো স্পিড। এই সময় ভারতীয়দের ক্রিকেটপ্রেম উপভোগ করা এবং এদেশের মানুষের সঙ্গে মিশে যাওয়াই তাঁর লক্ষ্য। প্রথম দিনই তিনি মুম্বইয়ের মানুষের মন জয় করে নিয়েছেন। ভারতে যতদিন থাকবেন, জনপ্রিয়তা বাড়িয়ে নেওয়াই এই তারকার একমাত্র লক্ষ্য। এদেশে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন আই শো স্পিড

আরও পড়ুন-

India Vs Pakistan: বিসিসিআই-কে আক্রমণ করতে গিয়ে পাকিস্তানেই নিন্দিত মিকি আর্থার

India Vs Pakistan: ভারতের কাছে হারার পর বিরাটের কাছ থেকে জার্সি উপহার নেওয়ায় বাবরকে তোপ আক্রমের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?