England Vs Australia: ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, সেমি-ফাইনালের পথে অস্ট্রেলিয়া

এবারের ওডিআই বিশ্বকাপে সেমি-ফাইনালের লড়াই জমে উঠেছে। পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সেমি-ফাইনালের লড়াইয়ে ভালোভাবেই আছে।

Soumya Gangully | Published : Nov 4, 2023 4:12 PM IST / Updated: Nov 04 2023, 11:21 PM IST

ইংল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চলতি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ৩ নম্বরেই থাকল অস্ট্রেলিয়া। অন্যদিকে, ৭ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে সবার শেষেই থাকল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারছে না ইংল্যান্ড। পয়েন্ট তালিকায় বাংলাদেশের উপরে শেষ করাই এখন বেন স্টোকসদের লক্ষ্য। তবে সেটাও সহজ হবে না। কারণ, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে ইংল্যান্ডকে। ফকর জামানরা এখন উজ্জীবিত হয়ে উঠেছেন। ফলে পাকিস্তানের বিরুদ্ধেও হেরে যেতে পারে ইংল্যান্ড।

মার্নাস লাবুশেনের দুর্দান্ত ব্যাটিং

শনিবার টসে হেরে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। কিন্তু এবারের ওডিআই বিশ্বকাপে তাঁর কোনও সিদ্ধান্তই কার্যকর হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভালো কিছু করতে পারলেন না ইংল্যান্ডের অধিনায়ক। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৩ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বাধিক ৭১ রান করেন মার্নাস লাবুশেন। ক্যামেরন গ্রিন করেন ৪৭ রান। ৪৪ রান করেন স্টিভ স্মিথ। মার্কাস স্টোইনিস করেন ৩৫ রান। ২৯ রান করেন অ্যাডাম জাম্পা। বাকিরা কেউই বড় স্কোর করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন ক্রিস ওকস। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন আদিল রশিদ। ৭০ রান দিয়ে ২ উইকেট নেন মার্ক উড। ৪২ রান দিয়ে ১ উইকেট নেন লিয়াম লিভিংস্টোন। ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন ডেভিড উইলি।

বিফলে স্টোকসের লড়াই

২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম বলেই ওপেনার জনি বেয়ারস্টোর (০) উইকেট হারায় ইংল্যান্ড। অপর ওপেনার ডেভিড মালান (৫০) অবশ্য ভালো ব্যাটিং করেন। জো রুট করেন ১৩ রান। দারুণ লড়াই করেন স্টোকস (৬৪)। বাটলার অবশ্য ১ রান করেই আউট হয়ে যান। মইন আলি করেন ৪২ রান। ২ রান করেন লিভিংস্টোন। ওকস করেন ৩২ রান। ১৫ রান করেন উইলি। ২০ রান করেন রশিদ। ০ রানে অপরাজিত থাকেন উড। অস্ট্রেলিয়ার হয়ে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন জাম্পা। ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন কামিন্স। ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন জশ হ্যাজেলউড। ৬৬ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন স্টোইনিস।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

New Zealand Vs Pakistan: নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকায় বড় বদল ঘটাল পাকিস্তান

New Zealand Vs Pakistan: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়, সেমি-ফাইনালের দৌড়ে পাকিস্তান

Read more Articles on
Share this article
click me!