New Zealand Vs Pakistan: নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকায় বড় বদল ঘটাল পাকিস্তান

এবারের ওডিআই বিশ্বকাপে সেমি-ফাইনালের ২ দল ঠিক হয়ে গিয়েছে। এবার বাকি ২ স্থানের জন্য লড়াইয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান।

ওডিআই বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চমকপ্রদ জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় বড়সড় রদবদল ঘটাল পাকিস্তান। নিউজিল্যান্ড হেরে যাওয়ায় ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করল দক্ষিণ আফ্রিকা। ফলে রবিবার ইডেন গার্ডেন্সে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনেকটাই চাপমুক্ত হয়ে গেলেন কুইন্টন ডি ককরা। এখন চলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ। এই ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেলে ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্টে পৌঁছে যাবে। ফলে প্যাট কামিন্সদের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত হয়ে যাবে। তবে ইংল্যান্ড যদি জিততে পারে, তাহলে সেমি-ফাইনালের দৌড় আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

নির্ণায়ক হয়ে উঠতে পারে রান রেট

Latest Videos

শনিবার নিউজিল্যান্ডকে হারিয়ে ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। লিগ পর্যায়ের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলে ১০ পয়েন্টে পৌঁছে যাবে পাকিস্তান। নিউজিল্যান্ড যদি শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে পয়েন্ট তালিকায় কেন উইলিয়ামসনের দলের উপরে থাকবেন বাবর আজমরা। তবে পাকিস্তান ও নিউজিল্যান্ড, ২ দলই যদি শেষ ম্যাচে জয় পায়, তাহলে রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তখন যে দলের নেট রান রেট বেশি থাকবে, তারাই সেমি-ফাইনালে পৌঁছে যেতে পারে।

সেমি-ফাইনালের দৌড়ে আফগানিস্তানও

৭ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের দৌড়ে আছে আফগানিস্তানও। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচ বাকি। এর মধ্যে একটি ম্যাচ জিততে পারলেই ১০ পয়েন্টে পৌঁছে যাবে আফগানরা। তখন নেট রান রেট বিচার্য হবে। তবে ২ ম্যাচই জিততে পারলে সরাসরি সেমি-ফাইনালে পৌঁছে যাবে আফগানিস্তান। সেই কাজটা অবশ্য অত্যন্ত কঠিন। বরং এখন পাকিস্তানের সুযোগ বেড়ে গিয়েছে। নিউজিল্যান্ডও সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে যায়নি। ফলে পরবর্তী ম্যাচগুলির উপর সবকিছু নির্ভর করছে।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

New Zealand Vs Pakistan: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়, সেমি-ফাইনালের দৌড়ে পাকিস্তান

India Vs South Africa: দলে বদলের সম্ভাবনা নেই, ইডেনে ছন্দ ধরে রাখাই লক্ষ্য ভারতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari