World Cup Final: বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার রিচার্ড কেটলবরো, ঘুম উড়েছে ভারতের

খেলার মাঠে সংস্কার নতুন কিছু নয়। খেলোয়াড়, কোচ, সমর্থকদের মধ্যে নানা সংস্কার দেখা যায়। রেফারি বা আম্পায়ারকে নিয়েও সংস্কার আছে। বিশেষ কোনও রেফারি বা আম্পায়ার দায়িত্বে থাকলে নির্দিষ্ট একটি দল জিততে পারে না, এমন প্রবাদও আছে।

Soumya Gangully | Published : Nov 18, 2023 10:47 AM IST
110
ভারত-বাংলাদেশ ম্যাচে বিতর্কে জড়িয়েছিলেন, ফের আলোচনায় আম্পায়ার রিটার্ড কেটলবরো

এবারের ওডিআই বিশ্বকাপে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচের শেষদিকে একটি ওয়াইড বল না দিয়ে বিতর্কে জড়ান ইংল্যান্ডের আম্পায়াপ রিচার্ড কেটলবরো। তাঁর বিরুদ্ধে বিরাট কোহলিকে শতরান করতে সাহায্য করার অভিযোগ ওঠে।

210
ওডিআই বিশ্বকাপ ফাইনালেও আম্পায়ার হিসেবে থাকছেন বিতর্কিত রিচার্ড কেটলবরো

আইসিসি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, রবিবার ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো ও রিচার্ড ইলিংওয়ার্থ।

310
ফাইনালের আম্পায়ার হিসেবে রিচার্ড কেটলবরোর নাম ঘোষণা হতেই ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে

রিচার্ড কেটলবরোকে ওডিআই বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা হতেই ভারতের ক্রিকেটপ্রেমীরা আশঙ্কায়। এই আম্পায়ারের পরিসংখ্যানই তাঁদের এই আশঙ্কার কারণ।

410
আইসিসি টুর্নামেন্টের নক-আউটে রিচার্ড কেটলবরো থাকলেই হেরে যায় ভারতীয় দল!

গত এক দশকে ৮ বার আইসিসি টুর্নামেন্টের নক-আউটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এর মধ্যে ৭টি ম্যাচেই আম্পায়ার হিসেবে ছিলেন রিচার্ড কেটলবরো। ২০১৩ সালের পর থেকে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। সেই কারণেই ফের কেটলবরো দায়িত্বে থাকায় আশঙ্কায় ভারত।

510
২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ থেকে শুরু হয়েছে রিচার্ড কেটলবরো ও ভারতের অভিশপ্ত অধ্যায়

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো। সেই ম্যাচে হেরে যায় ভারত। এরপর থেকেই এই আম্পায়ারকে নিয়ে ভারতীয় শিবিরে আশঙ্কা তৈরি হয়েছে।

610
২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো

২০১৫ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারতীয় দল। সেই ম্যাচেও আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন রিচার্ড কেটলবরো।

710
২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। সেই ম্যাচেও আম্পায়ার হিসেবে ছিলেন রিচার্ড কেটলবরো।

810
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও ছিলেন রিচার্ড কেটলবরো

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। ঘটনাচক্রে সেই ম্যাচেও মাঠের আম্পায়ার হিসেবে ছিলেন রিচার্ড কেটলবরো। সেই কারণেই তাঁকে নিয়ে এত আশঙ্কা।

910
নিউজিল্যান্ড-গাঁট পেরনোর পর এবার রিচার্ড কেটলবরোকে নিয়েও আশঙ্কা দূর করতে মরিয়া ভারতীয় দল

২ দশকেরও বেশি সময় ধরে আইসিসি টুর্নামেন্টের নক-আউটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাচ্ছিল না ভারতীয় দল। এবার সেই ধারা বদলানো সম্ভব হয়েছে। এবার রিচার্ড কেটলবরো আম্পায়ার হিসেবে থাকা সত্ত্বেও জয় পেতে মরিয়া ভারতীয় দল।

1010
রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে তৈরি ভারতীয় দল

২০০৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার সেই হারের বদলা নিতে তৈরি ভারতীয় ক্রিকেটাররা। তাঁরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos