World Cup Final: ভারতের হারের জন্য আমেদাবাদের পিচকে দুষছেন হরভজন সিং

Published : Nov 21, 2023, 02:54 AM ISTUpdated : Nov 21, 2023, 02:59 AM IST
Harbhajan Singh

সংক্ষিপ্ত

২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন অফস্পিনার হরভজন সিং। ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারতের হার দেখে হতাশ এই প্রাক্তন ক্রিকেটার।

ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দলের হারের জন্য আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচকেই দায়ী করলেন হরভজন সিং। ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের দাবি, ‘পিচ মন্থর ছিল। সাধারণত যে ধরনের পিচ হয়, সেই তুলনায় এই পিচ একটু বেশিই শুকনো ছিল। ৩০০ রানের বেশি করা সম্ভব হত এমন পিচ দেখতে চেয়েছিলাম আমি। এই ধরনের পিচের বদলে ভারতীয় দল যে ধরনের পিচে খেলতে পছন্দ করে, সেরকম পিচ হলে ভালো হত। এই পিচে বিপক্ষ দল সুবিধা পেয়ে গিয়েছে। ভারতীয় দলের ব্যাটাররা দুর্দান্ত ফর্মে আছে। সারা টুর্নামেন্টেই ওরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। ওরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। ওদের জন্য আমি অত্যন্ত গর্বিত। ভারতের ব্যাটাররা যেভাবে ক্রিকেট খেলেছে, তাতে ওরা যদি আর একটু ভালো পিচে খেলার সুযোগ পেত, তাহলে যা হয়েছে তার চেয়ে ভালো ফল হতে পারত।’

পিচের জন্য হারল ভারত!

হরভজন আরও বলেছেন, ‘ভালো পিচে যদি বিশ্বকাপ ফাইনাল হত, তাহলে ভারতীয় দল জয় পেতেই পারত। আমি বিশ্বাস করি, ভারতীয় দলই এগিয়েছিল। যে কাউকে জিজ্ঞাসা করলে এটাই বলবে। রবিবারের ম্যাচের আগে ২ জন অস্ট্রেলিয়ান বন্ধুর সঙ্গে কথা বলি। ওদের সঙ্গে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। ওরা ২ জনই বলে, ভারতীয় দল সেরা। ভারতীয় দলই বিশ্বকাপ ফাইনালে জয় পাবে। কিন্তু অস্ট্রেলিয়ান দল নির্দিষ্ট পরিকল্পনা করে খেলতে নেমেছিল। ওরা সেই পরিকল্পনা ভালোভাবে কার্যকর করে। ওরা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। উইকেট যদি একটু ভালো হত, ব্যাটে যদি ভালোভাবে বল আসত, তাহলে আমরা আরও ভালোভাবে এই ম্যাচ উপভোগ করতে পারতাম।’

মন্থর পিচের খেসারত দিতে হল?

ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি, বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং, পাকিস্তানের কিংবদন্তি পেসার ও বিশ্বকাপজয়ী ওয়াসিম আক্রম বলেন, ভারত মন্থর পিচ তৈরি করায় সেটা ভারতীয় দলের বিপক্ষে গিয়েছে। কারণ, ভারতীয় দলের চেয়ে পিচের চরিত্র আরও ভালোভাবে বুঝতে পেরেছিল অস্ট্রেলিয়া দল। পরিকল্পনা ভালোভাবে কার্যকর করতে পেরেছে অস্ট্রেলিয়া। মন্থর পিচ হওয়ায় ভারতের পেসাররা সুবিধা পাননি। সারা টুর্নামেন্টেই অসাধারণ ফর্মে ছিলেন ভারতের পেসাররা। কিন্তু ফাইনালে তাঁরা সেই পারফরম্যান্স দেখাতে পারলেন না। পিচের সুযোগ নিয়ে পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের পথে নিয়ে যান ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

World Cup Final: 'শেষটা ভালো না হলেও আমরা গর্বিত হতেই পারি,' বার্তা ঈশান কিষানের

World Cup Final: অনুরাগীদের হৃদয় ভেঙে দিয়েছেন, ক্ষমা চাইলেন ডেভিড ওয়ার্নার

World Cup Final: হারের পরেও রোহিত শর্মার পাশে ক্রিকেটপ্রেমীরা, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?