সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরেও এই ম্যাচ নিয়ে আলোচনা অব্যাহত। ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেটপ্রেমীরাও বিশ্বকাপ ফাইনালের আবেশ কাটিয়ে উঠতে পারছেন না।

ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারানোর পর ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি ভারতীয়দের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। সমৃদ্ধ আগরওয়াল নামে এক ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রিয় ডেভিড ওয়ার্নার, আপনি ১০০ কোটিরও বেশি মানুষের হৃদয় ভেঙে দিয়েছেন।' এই পোস্টের জবাবে ওয়ার্নার লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি। অসাধারণ ম্যাচ হয়েছে। মাঠের পরিবেশ ছিল অবিশ্বাস্য। ভারত সত্যিই দারুণভাবে বিশ্বকাপ আয়োজন করেছে. আপনাদের সবাইকে ধন্যবাদ।’ ওয়ার্নারের এই পোস্টে অনেকেই নানা মন্তব্য করছেন। বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ওয়ার্নারকে অভিনন্দন জানাচ্ছেন।

ভারতপ্রেমী ওয়ার্নার

এক দশকেরও বেশি সময় ধরে আইপিএল-এ খেলছেন ওয়ার্নার। তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ফলে ভারতের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত এই ক্রিকেটার। তিনি ভারতের সংস্কৃতি, মানুষকে ভালোবাসেন। পরিবারের সঙ্গে ভারতের বিভিন্ন উৎসব পালন করতে দেখা গিয়েছে ওয়ার্নারকে। সেই কারণেই ভারতের ক্রিকেটপ্রেমীরা তাঁকে পছন্দ করেন। ষষ্ঠবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই ওয়ার্নারকে অভিনন্দন জানাচ্ছেন। ভারতের ক্রিকেটপ্রেমীদের অভিনন্দন বার্তা পেয়ে আপ্লুত এই ক্রিকেটার। 

 

 

ফাইনালে ব্যর্থ ওয়ার্নার

এবারের ওডিআই বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে ৫৩৫ রান করেছেন ওয়ার্নার। ভারতের অধিনায়ক রোহিত শর্মার পর দ্বিতীয় ব্যাটার হিসেবে পরপর ২ বার ওডিআই বিশ্বকাপে ৫০০-র বেশি রান করার নজির গড়েছেন ওয়ার্নার। ফাইনালে অবশ্য তিনি সাফল্য পাননি। অস্ট্রেলিয়ার ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ওয়ার্নার। ৩ বল খেলে ৭ রান করে মহম্মদ শামির বলে বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে ফিরে যান অস্ট্রেলিয়ার ওপেনার। এই নিয়ে দ্বিতীয়বার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন ওয়ার্নার। ২০১৫ সালেও চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন এই ব্যাটার। এবারও বিশ্বকাপ জিতলেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার

World Cup Final: হারের পরেও রোহিত শর্মার পাশে ক্রিকেটপ্রেমীরা, ভাইরাল ভিডিও

World Cup Final: 'ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ,' বাংলাদেশে মাত্রাছাড়া ভারত-বিদ্বেষ