Rohit Sharma: বিশ্বকাপ ফাইনালে কীভাবে হেরে গেল ভারত? এখনও কারণ খুঁজছেন রোহিত

এবারের ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন হতে পারেননি রোহিত শর্মারা। সেই আফশোস এখনও রয়ে গিয়েছে।

ওডিআই বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যাওয়ার পরেও কীভাবে অস্ট্রেলিয়ার কাছে চূড়ান্ত লড়াইয়ে হেরে গেল ভারত, সেটা এখনও বুঝতে পারছেন না রোহিত শর্মা। ভারতের অধিনায়কের হতাশা দূর হচ্ছে না। তিনি বলেছেন, ‘আমাদের দলের পক্ষে যা করা সম্ভব ছিল সবই করেছি। আমাদের দল কেন চ্যাম্পিয়ন হতে পারল না জানি না। যদি কেউ আমাদের চ্যাম্পিয়ন হতে না পারার কারণ জিজ্ঞাসা করেন, তাহলে আমি জবাব দিতে পারব না। আমরা ১০ ম্যাচে জয় পেয়েছি। এই ১০ ম্যাচেই আমরা ভুল করেছি। কিন্তু সেটা সব ম্যাচেই হতে পারে। কোনও দলের পক্ষেই নিখুঁত ক্রিকেট খেলা সম্ভব নয়। প্রায় নিখুঁত ক্রিকেট খেলা সম্ভব। কিন্তু তারপরেও আমরা কাঙ্খিত সাফল্য পেলাম না। ফলে আমরা সবাই হতাশ হয়ে পড়ি। খুবই খারাপ লাগছিল।’

হারের হতাশা রোহিতের

Latest Videos

বিশ্বকাপ ফাইনালে হার প্রসঙ্গে রোহিত আরও বলেছেন, ‘এই হারের ধাক্কা কাটিয়ে কীভাবে মাঠে ফিরব, সেটা বুঝতে পারছিলাম না। এ বিষয়ে আমার কোনও ধারণাই ছিল না। সেই সময় আমার বন্ধু ও পরিবারের সদস্যরা পাশে ছিল। ওরাই আমাকে মানসিকভাবে ভালো রাখার চেষ্টা করে। ওদের জন্য আমার মন হাল্কা হয়। ওরা পাশে থাকায় আমার উপকার হয়। বিশ্বকাপ ফাইনালে হার হজম করা সহজ ছিল না। কিন্তু জীবনে থেমে থাকা সম্ভব নয়, এগিয়ে যেতেই হয়। যদিও বিশ্বকাপ ফাইনালে হারের পর আমার মনের অবস্থা ভালো ছিল না। এই হারের ধাক্কা কাটিয়ে ওঠা সহজ ছিল না। আমি ছোটবেলা থেকে ৫০ ওভারের বিশ্বকাপ দেখেছি। আমার কাছে এই বিশ্বকাপ জয়ই সেরা সাফল্য। আমরা গত কয়েক বছর ধরে বিশ্বকাপের জন্য তৈরি হয়েছিলাম। তারপরেও চ্যাম্পিয়ন হতে না পারা হতাশাজনক।’

দল নিয়ে গর্বিত রোহিত

ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে গর্বিত বলে জানিয়েছেন রোহিত। তাঁর বক্তব্য, ‘আমরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছি। প্রতিবার বিশ্বকাপে এরকম পারফরম্যান্স দেখানো সম্ভব নয়। ফাইনালের আগে পর্যন্ত আমরা যেভাবে খেলেছি, তাতে সবাই আনন্দ পেয়েছেন। ফাইনালের পর হতাশা কাটানোর জন্য অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবছিলাম। কিন্তু যেখানেই যাচ্ছিলাম সবাই বলছিল, আমরা ভালো খেলেছি। আমাদের মতোই সবাই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল। সারা বিশ্বকাপে আমরা সবার কাছ থেকে সমর্থন পেয়েছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

World Cup Final: হারের পরেও রোহিত শর্মার পাশে ক্রিকেটপ্রেমীরা, ভাইরাল ভিডিও

ICC World Cup 2023: ওডিআই বিশ্বকাপের সেরা দলের অধিনায়ক রোহিত, আছেন ভারতের আরও ৫ জন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury