India Vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লড়াই করেও ৫ উইকেটে হার ভারতের

ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-২০ ম্যাচে দুর্দান্ত লড়াই হল। ভারতীয় দলের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখালেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াই করেও হেরে গেল ভারতীয় দল। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ উইকেটে জয় পেল প্রোটিয়ারা। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমাতে না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হত। তবে দক্ষিণ আফ্রিকা যোগ্য দল হিসেবেই জয় পেল। ভারতের বোলারদের আরও ভালো পারফরম্যান্স দেখানো উচিত ছিল। বৃষ্টিভেজা পরিবেশে পেসারদের সহায়ক পিচেও মহম্মদ সিরাজ, আর্শদীপ সিংরা নিয়ন্ত্রিত বোলিং করতে পারলেন না। বাংলার পেসার মুকেশ কুমারও এদিন ভালো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হলেন। ফলে সিরিজে ০-১ পিছিয়ে পড়ল ভারত। বৃহস্পতিবার টি-২০ সিরিজের শেষ ম্যাচ। সেই ম্যাচ জিতলে সিরিজ ড্র করতে পারে ভারত।

বিফলে রিঙ্কু-সূর্যকুমারের লড়াই

Latest Videos

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে ভারত। এরপরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। ভারতের ইনিংসের শেষ ৩ বল হয়নি। ৩৯ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৬ বলে ৫৬ রান করেন। তিলক ভার্মা করেন ২৯ রান। ১৯ রান করেন রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন জেরাল্ড কোটজি। ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন মার্কো জ্যানসেন। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন লিজাড উইলিয়ামস। ১৮ রান দিয়ে ১ উইকেট নেন তাবরেজ শামসি। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন মার্করাম।

পাওয়ার প্লে-তে কামাল দক্ষিণ আফ্রিকার

বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকার ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ১৫। প্রোটিয়াদের টার্গেট হয় ১৫২। ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন রিজা হেনড্রিকস (২৭ বলে ৪৯) ও ম্যাথু ব্রিৎজকে (১৬)। ২ ওভারে ৩৮ রান যোগ করেন তাঁরা। তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩০ রান করেন মার্করাম। হেইনরিক ক্লাসেন করেন ৭ রান। ডেভিড মিলার করেন ১৭ রান। ১৪ রান করে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস। ১০ রান করে অপরাজিত থাকেন অ্যান্ডিল ফেলুকওয়ায়ো। ভারতের হয়ে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন মুকেশ। ২৭ রান দিয়ে ১ উইকেট নেন সিরাজ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ যাদব

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Nepal: নেপালের বিরুদ্ধে ৭ উইকেট, ইরফান পাঠানকে মনে করালেন ১৮ বছরের রাজ লিম্বানি

Indian Cricketers: ভুলেছেন ডায়েট, মশলাদার খাবার খেয়ে ভুড়ি হয়েছে রোহিত থেকে বিরাট সকলের, রইল AI ছবি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News