Narendra Modi: 'প্রধানমন্ত্রীর ড্রেসিংরুমে আসা বড় ব্যাপার ছিল,' ধন্যবাদ জ্ঞাপন সূর্যকুমারের

ওডিআই বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক চলছে। তবে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা রাজনীতিতে জড়াতে নারাজ। তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন।

ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাঁদের উজ্জীবিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে ভারতের অধিনায়ক বলেছেন, ‘হারের পর আমরা ড্রেসিংরুমে ছিলাম। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি ড্রেসিংরুমে এসে সবার সঙ্গে দেখা করেন এবং আমাদের অনুপ্রাণিত করেন। তিনি বলেন, এটা খেলা। হার-জিত খেলার অঙ্গ। খেলায় ওঠা-নামা থাকেই। প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। আমাদের এই হারের ধাক্কা কাটিয়ে উঠতে নিশ্চিতভাবেই কিছুটা সময় লাগবে। কিন্তু প্রধানমন্ত্রীর ৫-৬ মিনিটের অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের কাছে অনেক বড় ব্যাপার। দেশের নেতা হিসেবে ড্রেসিংরুমে আসা এবং একটি ক্রীড়া দলকে অনুপ্রাণিত করা আমাদের কাছে বড় ব্যাপার। আমরা ভালোভাবে তাঁর কথা শুনেছি। ওঁর সঙ্গে সময় কাটিয়েছি।’

এখনও কাটেনি হারের ধাক্কা

Latest Videos

গত রবিবার ওডিআই বিশ্বকাপ ফাইনাল হয়েছে। কিন্তু এখনও হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় ক্রিকেট মহল। সূর্যকুমার বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর ৪-৫ দিন কেটে গিয়েছে। এখনও সবাই হতাশ। আমরাও সবাই হতাশ। ভারতে আমরা ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি, সেটা দেখে খুব ভালো লাগছে। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাই আমাদের পাশে আছেন। দিনের শেষে এটা খেলা। এই খেলা আমাদের অনেককিছু শিক্ষা দেয়।’

ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সূর্যকুমার

ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল হেরে গেলেও, আগামী সিরিজগুলিতে ভালো ফলের ব্যাপারে আশাবাদী সূর্যকুমার। তিনি বলেছেন, ‘আমরা পরবর্তী সিরিজগুলিতে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করব। পরের বছর আরও একটি আইসিসি টুর্নামেন্ট আছে। আমরা একইরকম পারফরম্যান্স দেখানোর চেষ্টা করব। আশা করি আমরা জয় পাব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Australia T20: রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ, তৈরি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া

Yuzvendra Chahal: জাতীয় দলে ফেরার জন্য লড়াই চলবে, বার্তা চাহালের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে