Pakistan Cricket Team: পাকিস্তানের সেমি-ফাইনালে খেলার সুযোগ নেই, স্পষ্ট বললেন হরভজন

শনিবার ইডেন গার্ডেন্সে চলতি ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ জিতলেও বাবর আজমদের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ক্রিকেটার হিসেবে শুরু থেকেই ডাকাবুকো, স্পষ্ট বক্তা, লড়াকু ছিলেন হরভজন সিং। খেলা ছাড়ার পরেও তিনি বদলাননি। এবারের ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ের ম্যাচগুলি যখন শেষপর্যায়ে, তখন নিজের মতামত জানিয়ে দিলেন হরভজন। তাঁর স্পষ্ট বক্তব্য, পাকিস্তানের সেমি-ফাইনালে খেলার কোনও সুযোগ নেই। কটাক্ষের সুরে এই প্রাক্তন অফস্পিনার বলেছেন, ‘আমার মনে হয় না পাকিস্তানের কোনও সুযোগ আছে। পাকিস্তানের যদি কোনও সুযোগ থাকে, তাহলে সেটা নিজের সঙ্গেই প্রতারণা করার মতো ব্যাপার হবে। পাকিস্তানকে ২৮৫ রানের মতো ব্যবধানে জিততে হবে। ওরা হয়তো ওই রানটাই তুলতে পারবে না।’

পাকিস্তানকে কটাক্ষ হরভজনের

Latest Videos

পাকিস্তানের সম্ভাবনা প্রসঙ্গে হরভজন বলেছেন, ‘পাকিস্তানকে যদি ২৮৫ রানের মতো ব্যবধানে জিততে হয়, তাহলে ওদের ৪০০ থেকে ৪৫০ রান করতে হবে। যদি ওরা একটি ম্যাচে ৪০০ থেকে ৪৫০ রান করতে পারে, তাহলে অন্য দল ছোলা খেতে আসবে না। অন্য দলটিও মাঠে নেমে একটু ব্যাটিং করবে। পিচ কেমন হবে, সেটা বুঝতে হবে। পাকিস্তানকে এবার ফিরে যেতে হবে।’

আফগানিস্তানেরও সম্ভাবনা দেখছেন না হরভজন

শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এই ম্যাচে এমন ব্যবধানে জেতা দরকার, যা আফগানদের পক্ষে সম্ভব নয়। হাশমাতুল্লাহ শাহিদির দল দক্ষিণ আফ্রিকাকে ৪৩৮ রানে হারিয়ে দেবে এটা কেউই ভাবতে পারেননি। সেটা হচ্ছেও না। অত রানই করতে পারেনি আফগানিস্তান। ফলে এই ম্যাচ খেলেই দেশে ফিরতে হচ্ছে রশিদ খানদের। আফগানিস্তানের সেমি-ফাইনাল খেলার কোনও সম্ভাবনাও দেখেননি হরভজন। এই তারকা বলেন, ‘আফগানিস্তানকেও অনেক বড় ব্যবধানে জিততে হবে। সেটা ওদের পক্ষেও সহজ হবে না। আমার মনে হয় কোন ৪টি দল সেমি-ফাইনাল খেলবে সেটা ঠিক হয়ে গিয়েছে। নিউজিল্যান্ড সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে।’

পাকিস্তানকে ব্যঙ্গ করছেন প্রাক্তন অধিনায়কই

হরভজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। পাকিস্তানের প্রতি তাঁর কোনও অনুরাগ নেই। কিন্তু পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমই তাঁদের দলকে ব্যঙ্গ করছেন। সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের উপায়ের কথা বলতে গিয়ে আক্রম বলেছেন, 'ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে যত বেশি সম্ভব রান করতে হবে পাকিস্তানের ব্যাটারদের। তারপর ইংল্যান্ড দল ব্যাটিং করতে নামার ঠিক আগে ওদের ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দিতে হবে। ইংল্যান্ডের ড্রেসিংরুমের দরজা ২০ মিনিট বন্ধ থাকলেই ওদের সব ব্যাটার টাইমড আউট হয়ে যাবে। একমাত্র তাহলেই সেমি-ফাইনালে পৌঁছতে পারে পাকিস্তান।'

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Pakistan Cricket Team: ইংল্যান্ডের সবাইকে টাইমড আউটই একমাত্র উপায়, বাবরদের ব্যঙ্গ আক্রমের

Pakistan Cricket Team: কোন অঙ্কে বিশ্বকাপ সেমি-ফাইনালে পৌঁছতে পারে পাকিস্তান?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের