India Vs New Zealand: ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ সেমি-ফাইনাল খেলার জন্য মুখিয়ে ট্রেন্ট বোল্ট

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। এবারের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালেও এই ২ দলের লড়াই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার ওডিআই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত করে ফেলেছে গতবারের রানার্স নিউজিল্যান্ড। সেমি-ফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াই হতে চলেছে। ভারতের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে জয় পাওয়া সবসময় কঠিন। তবে সেমি-ফাইনালে লড়াই করতে তৈরি নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে অসামান্য বোলিং করেন বোল্ট। ১০ ওভার বোলিং করে ৩টি মেডেন-সহ ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হলে সেই ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি বোল্ট। তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।

ভারতের বিরুদ্ধে ম্যাচের পরিকল্পনা তৈরি বোল্টের

Latest Videos

সেমি-ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচের সম্ভাবনা প্রসঙ্গে বোল্ট বলেছেন, ‘ভারতীয় দল কী ভাবছে সেটা আমি বলতে পারব না। কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে ভারতে বিশ্বকাপ খেলতে এসে ভারতের বিরুদ্ধে খেলা উত্তেজক ব্যাপার। ভারতীয় দল সেরা ফর্মে আছে। খুব ভালো মাঠে বিশ্বকাপ সেমি-ফাইনাল হবে। ফলে এর চেয়ে ভালো চিত্রনাট্য আর হয় না। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হওয়ায় আমি বেশ উত্তেজিত। আমাদের দিক থেকে যা করা সম্ভব সে সবই করেছি। এবার দেখা যাক কী হয়। ভারতের বিরুদ্ধে সেমি-ফাইনাল আমাদের পক্ষে অত্যন্ত কঠিন ম্যাচ হবে। ১৫০ কোটি মানুষের সামনে ভারতের বিরুদ্ধে খেলার চেয়ে বড় কিছু হতে পারে না। আমি অত্যন্ত উত্তেজিত।’

ভালো পারফরম্যান্সের আশায় বোল্ট

এবারের ওডিআই বিশ্বকাপের লিগ পর্যায়ের ম্যাচে ধরমশালায় নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দেয় ভারত। সে প্রসঙ্গে বোল্ট বলেছেন, ‘আমরা ভারতের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। ওরা ভারতের পরিবেশ-পরিস্থিতি ভালোভাবেই জানে। ওয়াংখেড়েতে পরিবেশ-পরিস্থিতি কেমন থাকবে সেটা বলা কঠিন। তবে ইতিহাস বলছে, ওয়াংখেড়েতে সাধারণত ভালো উইকেটই থাকে। ধরমশালায় ভারতের বিরুদ্ধে আমরা ভালো খেলেছিলাম। সেই মাঠের সঙ্গে ওয়াংখেড়ের পরিবেশ-পরিস্থিতির কোনও মিল নেই। তবে আমাদের এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। ভারতীয় দলে খুব ভালো কয়েকজন খেলোয়াড় আছে। তবে চাপের মুখে অনেক সময় ভালো খেলোয়াড়রাও ভেঙে পড়ে। তাছাড়া শট খেললেই আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেটা আমাদের মাথায় থাকবে। ভারতীয় দল ইতিবাচক ক্রিকেট খেলছে। তবে আমরা কীভাবে খেলব সেই পরিকল্পনা তৈরি। জেতার জন্য যা করা দরকার সেটা আমাদের করতে হবে।’

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: সর্বকালের অন্যতম সেরা বিরাট কোহলি, প্রশংসায় ভিভ রিচার্ডস

New Zealand Vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয়, পাকিস্তানের উপর চাপ বাড়াল নিউজিল্যান্ড

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পাপ দূর হয়েছে, হলদিয়ার BJP কর্মীরা আজ খুশি' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
Shankar Ghosh : বিধানসভার বাইরে মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন শঙ্কর ঘোষ, দেখুন কী বলছেন তিনি
‘পিতৃপরিচয় সঠিক থাকলে আমাকে ছুঁয়ে দেখাক!’ Suvendu Adhikari-র সরাসরি চ্যালেঞ্জ Humayun Kabir-কে
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের