Pakistan Cricket Team: আমেদাবাদের মুসলিমরা পাকিস্তানকে সমর্থন করবেন, দাবি মুস্তাক আহমেদের

ধর্মের সঙ্গে খেলাকে মিশিয়ে দেওয়া পাকিস্তানের পুরনো অভ্যাস। এবারের ওডিআই বিশ্বকাপের আগেও সেই পুরনো চাল পাকিস্তানের। ভারতীয় মুসলিমদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

ওডিআই বিশ্বকাপ খেলতে হায়দরাবাদে আসার পরেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। বিমানবন্দরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা-উন্মাদনা ছিল চরমে। পাকিস্তানের অধিনায়ক এভাবে ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে সাদর অভ্যর্থনা পাওয়ায় অনেকেই অবাক হন। এবার এই বিষয়টি নিয়েই বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মুস্তাক আহমেদ। তাঁর দাবি, ‘পাকিস্তানি দল এখন হায়দরাবাদে আছে। সেখান থেকে দল আমেদাবাদে যাবে। সেখানে আমাদের ভারতের বিরুদ্ধে ম্যাচ আছে। ভিসা-সহ নানা বিষয়ে সমস্যা ছিল। কিন্তু আমরা নিশ্চিতভাবেই সমর্থন পাব। এটা আমাদের জন্য ভালো লক্ষণ। আমেদাবাদ ও হায়দরাবাদ, এই ২ শহরেই মুসলিম জনসংখ্যা বেশি। এই কারণেই বিমানবন্দরের বাইরে আমাদের দলকে স্বাগত জানানো হয়েছে। হোটেলের বাইরেও জনতার ভীড় ছিল। এটা সবাই দেখতে পেয়েছে।’

পাকিস্তানের যে সংবাদমাধ্যমে ওডিআই বিশ্বকাপ সংক্রান্ত আলোচনায় হায়দরাবাদ ও আমেদাবাদের মুসলিমদের সম্পর্কে এই মন্তব্য করেছেন মুস্তাক, ইউটিউবে সেই অংশটি বাদ দেওয়া হয়েছে। তবে আলোচনায় অন্য যাঁরা ছিলেন, তাঁদের কথাতেও এই প্রসঙ্গে উঠে এসেছে। পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক হাফিজ ইমরান বলেছেন, ‘বিমানবন্দরে বহু মানুষ পাকিস্তানি ক্রিকেট দলকে স্বাগত জানাতে হাজির ছিলেন। কিন্তু তার মানে এই নয় যে সবাই ম্যাচের সময় পাকিস্তানকে সমর্থন করবে। যাঁরা বিমানবন্দরে পাকিস্তানের ক্রিকেটারদের স্বাগত জানাতে গিয়েছিলেন, তাঁরা পাকিস্তানের ক্রিকেটারদের পছন্দ করেন। কিন্তু তাঁরাই যখন স্টেডিয়ামে যাবেন, তখন পরিস্থিতি অন্যরকম হবে। ১৯৯৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের কথা স্মরণ করা যেতে পারে। পাকিস্তানের খেলোয়াড়রা যখন ভালো খেলছিলেন, তখন স্টেডিয়াম নীরব হয়ে গিয়েছিল।’

Latest Videos

 

 

পাকিস্তানের মহিলা ক্রিকেটার ইরম জাভেদ অবশ্য মুস্তাকের সঙ্গে সহমত পোষণ করেছেন। তাঁর বক্তব্য, ‘ভারতের কিছু মানুষ অবশ্যই পাকিস্তানকে সমর্থন করেন। তাঁরা এবারও আমাদের দলকে সমর্থন করবেন। আমাদের দল যখন অনুশীলন করছে, তখন যদি মাঠের পাশে একটি স্পিকার রেখে দর্শকদের চিৎকার ক্রমাগত চালিয়ে যাওয়া হয়, তাহলে দলের সবাই অভ্যস্ত হয়ে যাবে। তখন আর ম্যাচের সময় সমস্যা হবে না।’

এ প্রসঙ্গে মুস্তাক বলেছেন, ‘আমাদের কোনও উইকেট পড়ার পর যখন ব্যাটাররা ক্রিজে যান, তখন গ্যালারি থেকে যে চিৎকার শোনা যায়, তার মধ্যে খেলাই অনুশীলনে রপ্ত করা উচিত। অনুশীলনের সময় স্পিকার রাখার ক্ষেত্রে এটাই বড় যুক্তি হতে পারে।’

আরও পড়ুন-

ICC Men's Cricket World Cup: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড

Cricket South Africa: হঠাৎ দেশে ফিরলেন অধিনায়ক টেম্বা বাভুমা, সমস্যায় দক্ষিণ আফ্রিকা

Muttiah Muralitharan 800 : মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla