চোটের জন্য এবারের ওডিআই বিশ্বকাপে আর কোনও ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। শনিবার সরকারিভাবে এই কথা ঘোষণা করা হয়েছে।
চোটের জন্য চলতি ওডিআই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সতীর্থরা যখন লড়াই করছেন, তখন মাঠের বাইরে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে হতাশ হলেও, দলের জন্য গলা ফাটাতে তৈরি হার্দিক। সোশ্যাল মিডিয়ায় এই তারকা অলরাউন্ডার লিখেছেন, ‘আমি আর বিশ্বকাপের বাকি ম্যাচগুলি খেলতে পারব না, এটা হজম করা কঠিন। আমি দলের সঙ্গেই থাকব। দলের সবাইকে উৎসাহ দেব, ওদের জন্য প্রতিটি বলেই চিৎকার করব। যাঁরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমি অবিশ্বাস্য ভালোবাসা, সাহায্য পেয়েছি। আমার কাছে দল সবসময় আলাদা। আমি নিশ্চিত, আমরা সবাইকে গর্বিত করে তুলতে পারব। সবসময় সবার জন্য ভালোবাসা থাকবে।’
বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে গেলেন হার্দিক
১৯ অক্টোবর পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বোলিং করার সময় চোট পান হার্দিক। প্রথম যে ওভারে বোলিং করতে যান এই অলরাউন্ডার, সেই ওভারেই ৩ বল করার পর গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। তাঁর ওভারটি শেষ করেন বিরাট কোহলি। এরপর থেকেই মাঠের বাইরে হার্দিক। বিসিসিআই-এর পক্ষ থেকে তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়। সেই সময় বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে দলে ফিরবেন হার্দিক। কিন্তু সেটা সম্ভব হয়নি। এখনও চোটে ভুগছেন এই অলরাউন্ডার। তাঁর মাঠে ফিরতে আরও কিছুদিন লাগবে। সেই কারণেই বিশ্বকাপে আর খেলা সম্ভব হচ্ছে না এই অলরাউন্ডারের।
হার্দিকের বদলি প্রসিদ্ধ কৃষ্ণ
অলরাউন্ডার হার্দিকের পরিবর্ত হিসেবে ভারতীয় দলে নেওয়া হয়েছে পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে। নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, ভারতীয় দলের পেসার মহম্মদ সামি, জসপ্রীত বুমরা অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। গত ম্যাচে ফর্মে ফিরেছেন মহম্মদ সিরাজও। ফলে অন্য কোনও পেসারের খেলার সুযোগ নেই। সেই কারণে অলরাউন্ডারের পরিবর্তে একজন অলরাউন্ডার বা ব্যাটারকে দলে নিলে ভালো হত বলেই মনে করছেন অনেকে।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Indian Cricket Team: এটাই ভারতের সর্বকালের সেরা পেস বোলিং লাইনআপ, মত ফ্যানি ডি ভিলিয়ার্সের