Indian Cricket Team: এটাই ভারতের সর্বকালের সেরা পেস বোলিং লাইনআপ, মত ফ্যানি ডি ভিলিয়ার্সের

রবিবার ইডেন গার্ডেন্সে ওডিআই বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই। পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখলের ক্ষেত্রে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

৩ দশক আগে ভারতীয় দলের বোলিং বিভাগের প্রধান শক্তি ছিল স্পিন। কিন্তু এখন স্পিনারদের চেয়েও বেশি সাফল্য পাচ্ছেন পেসাররা। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরা দলে থাকলেও, প্রধান ভরসা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা। এবারের ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের পেসাররা। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভালো বোলিং করতে তৈরি শামিরা। দক্ষিণ আফ্রিকার বরাবরের শক্তি পেস বোলিং লাইনআপ। অ্যালান ডোনাল্ড, ফ্যানি ডি ভিলিয়ার্স, শন পোলকদের উত্তরসূরি কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিরা চলতি ওডিআই বিশ্বকাপে অসাধারণ বোলিং করছেন। ফলে রবিবার ইডেনে মূলত ২ দলের পেসারদের লড়াই।

ভারতকে এগিয়ে রাখছেন ফ্যানি ডি ভিলিয়ার্স

Latest Videos

ডোনাল্ড ও ফ্যানি ডি ভিলিয়ার্সের জুটি একসময় ভারতীয় দলের আতঙ্ক হয়ে গিয়েছিল। স্লোয়ার ডেলিভারিতে অনেকবার সচিন তেন্ডুলকরকে বোকা বানিয়েছিলেন ফ্যানি ডি ভিলিয়ার্স। তাঁর অসাধারণ বোলিং এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। এহেন প্রাক্তন ক্রিকেটার এখন দক্ষিণ আফ্রিকার চেয়ে ভারতীয় দলের পেস বোলিং আক্রমণকে এগিয়ে রাখছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শামি, বুমরাদের প্রশংসা করেছেন ফ্যানি ডি ভিলিয়ার্স। তাঁর মতে, নতুন বলের পাশাপাশি মাঝের ওভারগুলি এবং ডেথ ওভারেও অসাধারণ বোলিং করছেন ভারতের পেসাররা। সেই কারণেই রাবাদা, এনগিডিদের চেয়ে শামি, বুমরাদের এগিয়ে রাখছেন ফ্যানি ডি ভিলিয়ার্স। তাঁর মতে, এটাই ভারতের সর্বকালের সেরা পেস বোলিং আক্রমণ।

আইপিএল-কে কৃতিত্ব দিচ্ছেন ফ্যানি ডি ভিলিয়ার্স

আইপিএল-এর প্রথম মরসুম থেকেই খেলছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ফ্যানি ডি ভিলিয়ার্সের মতে, এর ফলে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও উন্নতি হয়েছে। ভারতীয় ক্রিকেটাররা অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলে উন্নতি করতে পারবেন বলেই মত এই প্রাক্তন ক্রিকেটারের। তাঁর মতে, ঘরোয়া ক্রিকেটের কাঠামোর জন্যই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের উন্নতি হচ্ছে। রবিবার ইডেনে ২ দলের পেসাররাই পার্থক্য গড়ে দেবেন বলে মত ফ্যানি ডি ভিলিয়ার্সের। তিনি ২ দলের পেসারদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC World Cup 2023: ভারতের ম্যাচ দেখে বাড়ি ফেরার চিন্তা আর নয়, রবিবার অতিরিক্ত মেট্রো পরিষেবার কথা ঘোষণা করল মেট্রোরেল কর্তৃপক্ষ

Hardik Pandya: সারল না চোট, বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee