Hardik Pandya: সারল না চোট, বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

Published : Nov 04, 2023, 10:23 AM ISTUpdated : Nov 04, 2023, 10:38 AM IST
Hardik

সংক্ষিপ্ত

আগামী কাল রবিবার দক্ষিণ আফ্রিকার (India vs SA) বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে নামার আগেই ভারতীয় শিবিরে খারাপ খবর। বিশ্বকাপ (ICC World Cup 2023) থেকেই চোটের কারণে ছিটকে গেলেন অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া।

মনে করা হচ্ছিল, হয়তো সেমিফাইনাল থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার মতো জায়গায় পৌঁছে যাবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু আগামী কাল রবিবার দক্ষিণ আফ্রিকার (India vs SA) বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে নামার আগেই ভারতীয় শিবিরে খারাপ খবর। বিশ্বকাপ (ICC World Cup 2023) থেকেই চোটের কারণে ছিটকে গেলেন অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণেই ছিটকে গেলেন হার্দিক। এই খবরে মোটেই খুশি হবেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

দলে ফেরেন শামি-সূর্যকুমার

হার্দিক চোট পাওয়ার পর দলে কিছু পরিবর্তন করতে হয়। দলে সুযোগ পান সূর্যকুমার যাদব এবং মহম্মদ শামি। তাঁরাও ভালো ফর্ম দেখিয়েছেন পরের তিনটি ম্যাচে। সব ক'টি ম্যাচেই কর্তৃত্ব রেখে জয় পেয়েছে ভারত। কিন্তু হার্দিকের ফেরার আশায় ছিল ভারতীয় দল। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর বাঁ পায়ের গোড়ালিতে লিগামেন্ট টিয়ার হয়েছে। সে কারণে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসক এবং ভারতীয় বোর্ড।

কী জানা যাচ্ছে?

বাংলাদেশ ম্যাচের নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়ে পড়ে যান হার্দিক। তাঁর বাঁ পায়ের উপর পুরো শরীরের ওজন গিয়ে পড়ে। তাতেই চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। প্রথমে মনে করা হয়েছিল, হয়তো পা মচকে গিয়েছে। কিন্তু পরে এম আর আই স্ক্যান করে দেখা যায় চোট গুরুতর। ২-৩ সপ্তাহ বিশ্রামের পর হার্দিক ফিরতে পারেন এমনটা প্রথমে বলা হয়েছিল। কিন্তু ২ সপ্তাহ পরে চোট পরীক্ষা করে দেখা যায় হার্দিক খেলার মতো অবস্থায় নেই। ফিরতে আরও বেশ কিছুটা সময় লাগবে।

এর আগেও ২০১৮ সালে এশিয়া কাপ খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন হার্দিক। সেই চোট সারিয়ে মাঠে ফিরতে প্রায় বছর দু'য়েক সময় লেগেছিল। অনেকে ভেবেছিলেন হার্দিক হয়তো আর আগের পারফর্ম্যান্স দেখাতে পারবেন না। তবে গত আইপিএল থেকে আবার ফর্মে ফেরেন তিনি। তাঁর দল গুজরাত টাইটান্সকে প্রতিযোগিতার ফাইনালেও তোলেন তিনি।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?