ICC ODI Rankings: ওডিআই র‍্যাঙ্কিংয়ে রোহিত শর্মাকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি

ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। ফলে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে উন্নতি হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। বিশেষ করে শুবমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মার উন্নতি হয়েছে।

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে টপকে যাওয়ার পথে ভারতীয় দলের তারকা ব্যাটার শুবমান গিল। এখনও শীর্ষে আছেন বাবর। তাঁর রেটিং ৮২৯। ঠিক পিছনেই আছেন শুবমান। তাঁর রেটিং ৮২৩। চলতি ওডিআই বিশ্বকাপে শুবমান যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে কিছুদিনের মধ্যেই বাবরকে টপকে যেতে পারেন। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিরও। তিনি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্মভাবে ৫ নম্বরে আছেন। তাঁদের দু'জনেরই রেটিং ৭৪৭। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এখন ৮ নম্বরে আছেন। তাঁর রেটিং ৭২৫।

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বাবর ও শুবমান ছাড়া আর কেউ ৮০০ রেটিং পয়েন্ট পাননি। তৃতীয় স্থানে থাকা কুইন্টন ডি কক ৭৬৯ রেটিং পয়েন্ট পেয়েছেন। এবারের ওডিআই বিশ্বকাপে অসাধারণ ফর্মে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার ডি কক। তিনি এই ফর্ম ধরে রাখতে পারলে রেটিংয়ে উন্নতি হতে পারে। ৪ নম্বরে দক্ষিণ আফ্রিকারই হেইনরিখ ক্লাসেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৫৬। ৭ নম্বরে আয়ারল্যান্ডের হেনরি টেক্টর। তাঁর রেটিং পয়েন্ট ৭২৯। ৯ নম্বরে দক্ষিণ আফ্রিকার র‍্যাসি ভ্যান ডার ডুসেন। তিনি ৭১৬ রেটিং পয়েন্ট পেয়েছেন। ৭০৪ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক।

Latest Videos

এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন ডি কক। তিনি মোট ৪০৭ রান করেছেন। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন ডি কক। এটাই চলতি ওডিআই বিশ্বকাপে তাঁর সর্বাধিক স্কোর। এবারের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে যোগ্যতা অর্জন করার পথে দক্ষিণ আফ্রিকা। ফলে সর্বাধিক স্কোরার হওয়ার সম্ভাবনা রয়েছে ডি ককের। তাঁর সঙ্গে লড়াইয়ে আছেন বিরাট, রোহিতরা। চলতি ওডিআই বিশ্বকাপে বিরাট, রোহিত, শুবমানও অসাধারণ ফর্মে। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অল্পের জন্য শতরান পাননি বিরাট। তিনি আউট হন ৯৫ রানে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩৫৪ রান করেছেন বিরাট। তিনি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন। ৩১১ রান করে তৃতীয় স্থানে রোহিত। এখনও অনেকগুলি ম্যাচ আছে। ফলে রান সংখ্যা বাড়ানোর সুযোগ পাচ্ছেন বিরাট, রোহিত। 

চলতি ওডিআই বিশ্বকাপে ভারতের বোলাররাও ভালো ফর্মে। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন জসপ্রীত বুমরা। গত ম্যাচে খেলার সুযোগ পেয়েই ৫ উইকেট নেন মহম্মদ সামি। ফলে তাঁরাও আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

Hardik Pandya: চোট পেয়ে চলতি ওডিআই বিশ্বকাপ থেকেই কি ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া?

ICC World Cup 2023: ওয়ান ডে ম্যাচে প্রথম ছক্কা হাঁকিয়েছিলেন কে? জেনে নিন এক ক্লিকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী