সংক্ষিপ্ত
চলতি ওডিআই বিশ্বকাপে পয়েন্ট তালিকায় সবার আগে ভারতীয় দল। তবে দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে চিন্তায় ভারতীয় শিবির।
বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। সেই সময় ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে ফের দলে যোগ দেবেন হার্দিক। কিন্তু বুধবার জানা গেল, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না এই অলরাউন্ডার। তিনি কবে মাঠে ফিরবেন সেটা স্পষ্ট নয়। এমনকী, চলতি ওডিআই বিশ্বকাপে হার্দিকের পক্ষে আর কোনও ম্যাচ খেলা সম্ভব হবে কি না সেটা নিয়েও সংশয তৈরি হয়েছে। ফলে চিন্তায় পড়ে গিয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও হার্দিক দলে ফিরবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। সেই কারণেই এই অলরাউন্ডারের পরিবর্ত হিসেবে এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করা হয়নি।
হার্দিক-শার্দুলের চোট
হার্দিকের পাশাপাশি চোট পান ভারতের অপর এক অলরাউন্ডার শার্দুল ঠাকুরও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি এই দুই অলরাউন্ডার। তাঁদের পরিবর্তে খেলার সুযোগ পান মহম্মদ সামি ও সূর্যকুমার যাদব। ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন সামি। সূর্যকুমার অবশ্য ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে হয়তো ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে না।
বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে বিপাকে হার্দিক
১৯ অক্টোবর পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই চোট পান হার্দিক। সেই চোটের কারণেই এখন খেলতে পারছেন না এই অলরাউন্ডার। তিনি সোমবার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পৌঁছন। সেখানেই চোট সারানোর চেষ্টা চালাচ্ছেন এই তারকা ক্রিকেটার। তবে তাঁর ফিট হয়ে উঠতে সময় লাগবে বলেই জানা গিয়েছে। ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেও হার্দিকের পক্ষে খেলা সম্ভব হবে না। ফলে এই অলরাউন্ডারকে বাদ দিয়েই এখন পরিকল্পনা করছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
হার্দিকের ফিট হয়ে ওঠার অপেক্ষায় ভারতীয় শিবির
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, 'হার্দিকের এখনও চিকিৎসা চলছে। ওর বাঁ গোড়ালিতে যে ফোলাভাব ছিল, সেটা অনেকটা কমে গিয়েছে। চলতি সপ্তাহের শেষদিকে ও বোলিং শুরু করতে পারে। এখন ওর সুস্থ হয়ে ওঠার উপরেই জোর দেওয়া হচ্ছে।' বিসিসিআই-এর কর্তা জানিয়েছেন, 'হার্দিক গুরুতর চোট পেয়েছে কিন্তু সৌভাগ্যবশত ওর গোড়ালি ভাঙেনি। যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছে বিসিসিআই মেডিক্যাল টিম। ও আগামী ২-৩টি ম্যাচে খেলতে পারবে না। দল চাইছে ও সম্পূর্ণ ফিট হয়ে নক-আউট পর্যায়ের ম্যাচে খেলার জন্য তৈরি হোক। ওর ফিট হয়ে ওঠার জন্য তাড়াহুড়ো করা হচ্ছে না।'
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
Australia Vs Netherlands: ডাচদের বিরুদ্ধে ৩০৯ রানে জয়, সেমি-ফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া
ICC ODI Rankings: ওডিআই র্যাঙ্কিংয়ে রোহিত শর্মাকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি