Rohit Sharma: ৬৩ বলে শতরান রোহিত শর্মার, আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয়ের পথে ভারত

Published : Oct 11, 2023, 07:47 PM ISTUpdated : Oct 11, 2023, 08:26 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

বিরাট কোহলির শহরে ব্যাট হাতে দাপট দেখালেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সামনে দাঁড়াতেই পারলেন না আফগানিস্তানের বোলাররা। ফলে সহজ জয় পেতে চলেছে ভারত।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং ভারতের অধিনায়ক রোহিত শর্মার। ২৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬৩ বলে শতরান করলেন রোহিত। তাঁর ব্যাটিং তাণ্ডবে ছারখার হয়ে গিয়েছে আফগানিস্তানের বোলিং লাইনআপ। শতরান করার পথে ১২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মেরেছেন রোহিত। তাঁর অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে এই ম্যাচে ভারতের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। সহজ জয়ই পেতে চলেছে ভারত। শনিবার তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে যে রেকর্ড, সেটা অব্যাহত থাকলে শনিবারের ম্যাচেও ভারতেরই জেতার কথা। প্রথম ৩ ম্যাচেই জয় পেলে ভারতের সেমি-ফাইনালে যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে।

এই ম্যাচেই ওডিআই বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান করলেন রোহিত। তিনি ওডিআই বিশ্বকাপে সর্বাধিক ৭টি শতরান করলেন। ৬টি শতরান আছে সচিন তেন্ডুলকরের। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ওডিআই বিশ্বকাপে ৫টি শতরান করেন। শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার কুমার সাঙ্গাকারা ওডিআই বিশ্বকাপে ৫টি শতরান করেন। এদিন সবাইকে ছাপিয়ে গেলেন রোহিত। ওডিআই ফর্ম্যাটে ৩১টি শতরান হয়ে গেল ভারতের অধিনায়কের।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। তাঁর দল ৮ উইকেটে ২৭২ রান করে। সর্বাধিক ৮০ রান করেন আফগানিস্তানের অধিনায়ক। আজমাতুল্লাহ ওমরজাই করেন ৬২ রান। রহমানউল্লাহ গুরবাজ ওপেন করতে নেমে করেন ২১ রান। অপর ওপেনার ইব্রাহিম জর্দান করেন ২২ রান। রহমত শাহ করেন ১৬ রান। মহম্মদ নবি করেন ১৯ রান। ২ রান করেন নাজিবুল্লাহ জর্দান। রশিদ খান করেন ১৬ রান। ১০ রান করে অপরাজিত থাকেন মুজিব উর রহমান। ৯ রান করে অপরাজিত থাকেন নবীন-উল-হক। 

ভারতের হয়ে ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ৩১ রান দিয়ে ১ উইকেট নেন শার্দুল ঠাকুর। ৪০ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ যাদব।

অরুণ জেটলি স্টেডিয়ামের বাউন্ডারির মাপ খুব একটা বড় নয়। তাছাড়া এই মাঠে বরাবরই ব্যাটিং করা সহজ। তা সত্ত্বেও ২৭৩ রানের টার্গেট নেহাত কম নয়। কিন্তু রোহিত যেভাবে ব্যাটিং করলেন, তাতে এই টার্গেট মোটেই বড় বলে মনে হল না। তাঁর ফর্ম অব্যাহত থাকলে সব প্রতিপক্ষই সমস্যায় পড়বে।

আরও পড়ুন-

India Vs Pakistan: থাকবেন বিশেষ অতিথিরা, সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ভারত-পাক ম্যাচ

ICC World Cup 2023: কুশল মেন্ডিসের জন্যই বাউন্ডারি লাইন সরিয়েছে পাকিস্তান! তুঙ্গে বিতর্ক

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল