India vs Afghanistan: জসপ্রীত বুমরা-হার্দিক পান্ডিয়া দাপট, আফগানিস্তান ২৭২/৮

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখালেন ভারতের বোলাররা। এবার ব্যাটারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৭২ রান করল আফগানিস্তান। ভালো পারফরম্যান্স দেখালেন অধিনায়ত হাশমাতুল্লাহ শাহিদি ও আজমাতুল্লাহ ওমরজাই। বাকিরা কেউই বড় রান করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ব্যাটিং ওপেন করতে নেমে করেন ২১ রান। অপর ওপেনার ইব্রাহিম জর্দান করেন ২২ রান। রহমত শাহ করেন ১৬ রান। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে হাশমাতুল্লাহ করেন ৮০ রান। আজমাতুল্লাহ করেন ৬২ রান। মহম্মদ নবি করেন ১৯ রান। ২ রান করেই আউট হয়ে যান নাজিবুল্লাহ জর্দান। রশিদ খান করেন ১৬ রান। ১০ রান করে অপরাজিত থাকেন মুজিব উর রহমান। ৯ রান করে অপরাজিত থাকেন নবীন-উল-হক।

ভারতের হয়ে ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ৩১ রান দিয়ে ১ উইকেট নেন শার্দুল ঠাকুর। ৪০ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ যাদব।

Latest Videos

এই ইনিংসের পর আজমাতুল্লাহ বলেছেন, ‘আমি প্রথমবার বিশ্বকাপে অর্ধশতরান করলাম। এতে আমি সত্যিই খুশি। আমি পরের ম্যাচগুলিতেও এই ফর্ম ধরে রাখার চেষ্টা করব। আজ আমরা শুরুতেই উইকেট হারিয়ে ফেলি। সেই কারণে আমরা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছিলাম। আমরা স্ট্রাইক রোটেট করছিলাম। একইসঙ্গে আলগা বল পেলে বাউন্ডারি মারার চেষ্টা করছিলাম। আমরা ৩০০ রান করার চেষ্টা করছিলাম। কিন্তু আমরা মাঝের ওভারগুলিতে উইকেট হারিয়ে ফেলি। আমাদের দলে কয়েকজন ভালো স্পিনার আছে। ফলে আমরা এই ম্যাচ জেতার চেষ্টা করব।’

এদিনই ওডিআই বিশ্বকাপের ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বাধিক স্কোর করল আফগানিস্তান। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে লিডসের হেডিংলিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৮৮ রান করেছিল আফগানরা। সেটাই এখনও পর্যন্ত তাদের সর্বাধিক স্কোর। ওডিআই বিশ্বকাপে প্রথমে ব্যাটিং করতে নেমে এদিনই সবচেয়ে বেশি রান করল আফগানিস্তান। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯.৪ ওভারে ২৩২ রান করে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

ভারতের বিরুদ্ধে ২৭২ রান করার পরেও অবশ্য আফগানিস্তানের জয়ের আশা দেখা যাচ্ছে না। ভারতের ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেছেন রোহিত শর্মা ও ঈশান কিষান। ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেছেন রোহিত। ফলে সহজ জয়ের পথে এগিয়ে চলেছে ভারত।

আরও পড়ুন-

India Vs Pakistan: থাকবেন বিশেষ অতিথিরা, সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ভারত-পাক ম্যাচ

ICC WC 2023: ভারত-পাক ম্যাচে হামলার ছক! হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে গ্রেফতার ১

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury