India Vs Australia: খেলছেন না শুবমান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ফিল্ডিং ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ওডিআই বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। প্রথম ম্যাচে জয় দিয়ে ভালোভাবে বিশ্বকাপ শুরু করাই রোহিত শর্মার লক্ষ্য।

এখনও সুস্থ হয়ে উঠতে না পারায় ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারছেন না শুবমান গিল। তাঁর পরিবর্তে খেলছেন ঈশান কিষান। টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল। স্পিন বোলিংয়ের বিরুদ্ধে কোনওদিনই খুব একটা স্বচ্ছন্দ নন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সে কথা মাথায় রেখেই এদিন তিনজন স্পিনারকে ভারতীয় দলে রাখা হয়েছে। খেলার সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। অশ্বিন দলে থাকায় ভারতের ব্যাটিং লাইন আপের শক্তি বাড়ল।

অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

Latest Videos

ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, ‘এখানে (চিপক) যে পরিবেশ-পরিস্থিতি, তাতে বোলাররা সুবিধা পেতে পারে। ম্যাচ যত এগোবে, স্পিনাররাও সুবিধা পেতে পারে। বোলারদের লাইন ও লেংথের দিকে নজর রাখতে হবে এবং সেই অনুযায়ী মানিয়ে নিতে হবে। আমরা সম্প্রতি অনেক ম্যাচ খেলেছি।ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে আমরা ২টি ভালো সিরিজ খেলেছি। আমরা দলের সব দিকই গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত শুবমান গিল এখনও সুস্থ হয়ে উঠতে পারেনি। আমরা আজ সকাল পর্যন্ত ওর জন্য অপেক্ষা করেছি। কিন্তু তখনও ও সুস্থ হয়ে উঠতে পারেনি। শুবমানের পরিবর্তে খেলছে ঈশান কিষান। ও ব্যাটিং ওপেন করবে।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। উইকেট দেখে ভালো বলেই মনে হচ্ছে। চেন্নাইয়ে আজ রোদ উঠেছে। এই দুপুরে ভালোভাবে ব্যাটিং করা যাবে বলেই আশা করছি। আমাদের দল সত্যিই ভালো জায়গায় আছে। আমরা সম্প্রতি অনেক ম্যাচ খেলেছি। আমাদের দলে ভারসাম্য আছে। দলের সবাইকে খেলার সময় দেওয়ার পাশাপাশি তরতাজা অবস্থাতে রাখার চেষ্টাও করেছি। ট্রেভিস হেড এখন অ্যাডিলেডে বিশ্রাম করছে। শন অ্যাবট, মার্কাস স্টোইনিস ও জশ ইনগ্লিস এই ম্যাচে খেলতে পারছে না।’ 

১৪ অক্টোবর পরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে এই ম্যাচে জয় পেলে অশ্বিন-ঈশানদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচই গুরুত্বপূর্ণ। সেই কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় চাইছে ভারতীয় দল।

আরও পড়ুন-

ICC Cricket World Cup: শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার

Asian Games 2023: বৃষ্টি ধোয়া ম্যাচে সোনার রং, ক্রিকেটে এল সোনার পদক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar