এবারের ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধেও অসাধারণ ব্যাটিং করলেন রোহিত।
সব বিশ্বকাপ মিলিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের তালিকায় কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন রোহিত শর্মা। বিশ্বকাপে ৪৫ ম্যাচ খেলে সচিন করেন ২,২৭৮ রান। বিশ্বকাপে তাঁর ব্যাটিংয়ের গড় ৫৬.৯৫ এবং স্ট্রাইক রেট ৮৮.৯৮। বিশ্বকাপে ৬টি শতরান এবং ১৫টি করেন সচিন। রবিবার লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রানের অসাধারণ ইনিংস খেলে সচিনকে টপকে গেলেন রোহিত। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ২,৫২৫ রান করেছেন বিরাট কোহলি। ৫৯ ম্যাচ খেলে এই রান করেন বিরাট। বিশ্বকাপে তাঁর ব্যাটিংয়ের গড় ৬৩.১২ এবং স্ট্রাইক রেট ১০২.৭৬। সচিনকে টপকে গেলেও, সতীর্থ বিরাটের রেকর্ড ছাপিয়ে যাওয়া রোহিতের পক্ষে কঠিন।
রোহিতের নতুন নজির
রবিবার দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ২০২৩ সালে ওডিআই ফর্ম্যাটে ১,০০০ রান পূরণ করলেন রোহিত। ৩৬ বছর বয়সি এই ব্যাটার লখনউয়ের ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়লেন ভারতের অধিনায়ক। এ বছর ওডিআই ফর্ম্যাটে ১,০০০ রান পূর্ণ করার জন্য ৩১ রান দরকার ছিল রোহিতের। তিনি সহজেই এই নজির গড়লেন। এর আগে এ বছর ওডিআই ফর্ম্যাটে ১,০০০ রান পূর্ণ করেন রোহিতের ওপেনিং পার্টনার শুবমান গিল। শ্রীলঙ্কার পথুম নিশাঙ্কও চলতি ওডিআই বিশ্বকাপ চলাকালীন এই নজির গড়েছেন। বিরাটের সামনেও এ বছর ওডিআই ফর্ম্যাটে ১,০০০ রান পূর্ণ করার সুযোগ আছে। তাঁর আর ৩৪ রান দরকার। রবিবারই এই নজির গড়তে পারতেন বিরাট। কিন্তু তিনি ৯ বল খেলে ০ রানেই ডেভিড উইলির বলে বেন স্টোকসকে ক্যাচ দিয়ে ফিরে যান। ফলে এদিন নজির গড়তে পারলেন না বিরাট।
অসাধারণ ফর্মে রোহিত
এবারের ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন রোহিত। তিনি ওডিআই বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ডও গড়েছেন। ১৯৮৩ সালের ওডিআই বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন কপিল দেব নিখাঞ্জ। সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত। তিনিই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে একই বছরের মধ্যে ৫০টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়েছেন।
লখনউয়ে ভারতের ব্যাটিং ব্যর্থতা
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২৯ রান করেছে ভারত। রোহিত, কে এল রাহুল ও সূর্যকুমার যাদব ছাড়া অন্য কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। রাহুল ৩৯ রান করেন। সূর্যকুমার করেন ৪৯ রান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
Babar Azam: আন্তর্জাতিক ক্রিকেটে পছন্দের ৩ ব্যাটার কে? জানিয়ে দিলেন বাবর আজম
Netherlands Vs Bangladesh: ইডেনে নেদারল্যান্ডসের কাছে লজ্জার হার, বিদায় বাংলাদেশ