India Vs Netherlands: সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড স্পর্শ বিরাট কোহলির

এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন বিরাট কোহলি। রবিবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অসাধারণ ব্যাটিং করলেন এই তারকা।

Soumya Gangully | Published : Nov 12, 2023 10:18 AM IST / Updated: Nov 12 2023, 07:22 PM IST

অপেক্ষা ছিল ৫০-তম শতরানের। সেটা হল না। কিন্তু সচিন তেন্ডুলকরের অন্য একটি রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। এতদিন ভারতের ব্যাটারদের মধ্যে কোনও একটি ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ৫০-এর বেশি রান করার রেকর্ড ছিল সচিনের দখলে। এবার সেই রেকর্ডেও ভাগ বসালেন বিরাট। রবিবার চলতি ওডিআই বিশ্বকাপে সপ্তমবার ৫০-এর বেশি রান করলেন বিরাট। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে ৭টি ম্যাচে ৫০-এর বেশি রান করেছিলেন সচিন। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন বিরাট। তিনি সচিনের এই রেকর্ডও ভেঙে দিতে পারেন বিরাট। সেমি-ফাইনালেই হয়তো তিনি নতুন রেকর্ড গড়বেন।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান বিরাটের

রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৬ বলে ৫১ রান করেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ১টি ওবার-বাউন্ডারি। রোয়েলফ ভ্যান ডার মারউইয়ের বলে বোল্ড হয়ে যান বিরাট। এদিন তিনি যেভাবে ব্যাটিং করছিলেন তাতে ক্রিজে টিকে থাকলে শতরান পেয়ে যেতেন। কিন্তু একটি ভুলেই শতরানের সম্ভাবনা নষ্ট হয়ে গেল। তবে চলতি ওডিআই বিশ্বকাপে এখনও ভারতের ম্যাচ বাকি। ফলে বিরাটের কাছে রেকর্ড গড়ার সুযোগ আছে।

ডাচদের বিরুদ্ধে ভারতের বিশাল স্কোর

রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪ উইকেটে ৪১০ রান করল ভারত। শতরান করলেন শ্রেয়াস আইয়ার ও কে এল রাহুল। বিরাটের পাশাপাশি অর্ধশতরান করেন অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিল। ৯৪ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ৬৪ বলে ১০২ রান করেন রাহুল। তাঁর ব্যাট থেকে আসে ১১টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ওপেন করতে নেমে রোহিত ৫৪ বলে ৬১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার শুবমান ৩২ বলে ৫১ রান করেন। তিনি ৩টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ভারতের প্রথম ৫ জন ব্যাটারই ৫০-এর বেশি রান করেন। এই নজির বেশি নেই। সেমি-ফাইনালের আগে ভারতের ব্যাটারদের ভালো অনুশীলন হয়ে গেল।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Netherlands: শ্রেয়াস আইয়ার, কে এল রাহুলের শতরান, ৪০০ পেরিয়ে গেল ভারত

Rohit Sharma: নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান, এবি ডিভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন রোহিত

ICC World Cup 2023: বিশ্বকাপ উপলক্ষে গেটওয়ে অফ ইন্ডিয়ায় লাইট অ্যান্ড সাউন্ড, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!