India Vs New Zealand: ধরমশালায় ঘন কুয়াশা, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বিঘ্ন

ভারতের সমতলের রাজ্যগুলির বিভিন্ন শহরে এখনও শীত পড়েনি। কিন্তু হিমাচল প্রদেশের ধরমশালার আবহাওয়ায় ইতিমধ্যেই শীতের ছোঁয়া লেগেছে। এর প্রভাব পড়ল ভারত-নিউজিল্যান্ড ম্যাচে।

এশিয়া কাপ থেকে ভারতীয় দলের সঙ্গী হয়েছিল বৃষ্টি। এবারের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হানা দেয় বৃষ্টি। এর ফলে কোনও প্রস্তুতি ম্যাচই খেলতে পারেনি ভারতীয় দল। রবিবার ধরমশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি না হলেও, প্রকৃতির খেয়ালের কারণে বাধাপ্রাপ্ত হয় খেলা। ভারতের ইনিংসের ১৫.৪ ওভার হওয়ার পর ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যায়। এর ফলে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় খেলা। ১০ মিনিট পর দৃশ্যমানতার উন্নতি হওয়ায় শুরু হয় খেলা। ভারতীয় দল অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিল। কুয়াশা থাকলেও ২৭৪ রানের টার্গেট তাড়া করে দলকে জয় এনে দিলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা।

এদিন দুপুরে নিউজিল্যান্ড দল যখন ব্যাটিং শুরু করে, তখন আবহাওয়া ভালো ছিল। কিন্তু ভারতীয় দল ব্যাটিং শুরু করার পর মাঠে কুয়াশার আগমন ঘটে। সন্ধে সাড়ে ৭টা মাঠ ঢেকে ফেলে ঘন কুয়াশা। তা সত্ত্বেও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে দৃশ্যমানতার অভাবের কারণে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফের শুরু হয় খেলা। 

Latest Videos

খেলা বন্ধ হওয়ার পর সময় ভারতীয় দলের স্কোর ছিল ২ উইকেটে ১০০। খেলা ফের শুরু হওয়ার পর কিছুটা চাপে পড়ে যায় ভারতীয় দল। তবে বিরাটের অসাধারণ শতরানে পরপর ৫ ম্যাচে জয় পেল ভারত। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চলতি ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ের শীর্ষে ভারত। রবিবারই এবারের ওডিআই বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখল নিউজিল্যান্ড। ৫ ম্যাচ খেলে কিউয়িদের পয়েন্ট ৮।

 

 

এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। সর্বাধিক ১৩০ রান করেন ড্যারিল মিচেল। র‍্যাচিন রবীন্দ্র করেন ৭৫ রান। নিউজিল্যান্ডের অন্য কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। ভারতের হয়ে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নেন মহম্মদ সামি। ৭৩ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন জসপ্রীত বুমরা। মহম্মদ সিরাজও ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ৪ উইকেটে জয় পায় ভারত। ৪৮ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ভারতীয় ব্যাটাররা। ৯৫ রানের অসাধারণ ইনিংস খেলেন বিরাট। ৩৯ রান করে অপরাজিত থাকেন জাদেজা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

India Vs New Zealand: অল্পের জন্য শতরান হারালেন বিরাট, বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

Shubman Gill: হাশিম আমলার রেকর্ড চুরমার, ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ২,০০০ রান শুবমান গিলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'মমতার দশা কেজরিওয়াল-এর মত করব' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu Adhikari | BJP vs TMC |
"এবার রোহিতের জায়গায় সৌগতকে নামাতে হবে", চরম কটাক্ষ মদন মিত্রের | Madan Mitra on Saugata Roy
‘Hindu-দের দোকান ভাঙবেন পোড়াবেন এই অধিকার কে দিয়েছে!’ তীব্র হুঙ্কার Suvendu Adhikari-র
‘JNU-এর মতো JU-কেও ঠান্ডা করব!’ Jadavpur ইস্যুতে Mamata Banerjee-কে হুঁশিয়ারি Agnimitra Paul-এর
'জনগণ মমতাকে চ্যাংদোলা করে বাইরে ফেলবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Bangla News Today