India Vs New Zealand: সেরা ফিল্ডার হওয়ার পরেই ক্যাচ মিস! দলকে ডোবালেন জাদেজা-রাহুল

হিমাচল প্রদেশের ধরমশালায় ওডিআই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত-নিউজিল্যান্ডের লড়াই চলছে। এই ম্যাচ জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে ভারত।

গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ ফিল্ডিং করেন রবীন্দ্র জাদেজা ও কে এল রাহুল। তাঁরা দু'জনই অসাধারণ ক্যাচ নেন। কিন্তু রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো ফিল্ডিং করতে পারলেন না তাঁরা। সহজ ক্যাচ ফস্কালেন রাহুল ও জাদেজা। তার ফলে নিউজিল্যান্ডের ব্যাটারদের সুবিধা হয়ে গেল। র‍্যাচিন রবীন্দ্রর ক্যাচ ফস্কান জাদেজা। এরই সুযোগ নিয়ে ৭৫ রান করেন রবীন্দ্র। অন্যদিকে, ড্যারিল মিচেলের ক্যাচ ফস্কান রাহুল। এর ফলে শতরান করার সুযোগ পেয়ে যান মিচেল। গুরুত্বপূর্ণ সময়ে এই দু'টি ক্যাচ না ফস্কালে নিউজিল্যান্ডকে অনেক কম রানে আটকে রাখতে পারত ভারতীয় দল। 

এবারের ওডিআই বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডই সবচেয়ে ধারাবাহিক দল। ফলে রবিবারের এই ম্যাচ জেতা ভারতের পক্ষে সহজ নয়। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের শুরুটা ভালো করেন ভারতের বোলাররা। কিন্তু ক্যাচ ফস্কানোর সুযোগ নিয়ে বড় স্কোর করেন রবীন্দ্র ও মিচেল। নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। 

Latest Videos

 

 

এই ইনিংসের পর রবীন্দ্র বলেন, ‘আমার ছন্দ ফিরে পেতে একটু বেশিই সময় লাগে। পাওয়ার প্লে-তে ভারতের বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। তবে ম্যাচ যত এগোতে থাকে, আমাদের পার্টনারশিপ গড়ে উঠতে থাকে। আমরা ব্যাটিং করার সময় ২৮০ রান লক্ষ্য নিয়ে এগোচ্ছিলাম। এই পিচে বল একটু নিচু হচ্ছে। ডেথ ওভারে ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখিয়ে আমাদের রানের গতি কমিয়ে দেয়। শেষদিকে ভারতের বোলাররা সত্যিই ভালো বোলিং করে। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব এই উইকেটে খুব বেশি বল ঘোরাতে পারেনি। তবে ভারতের সিমারদের বলের বাউন্স ওঠা-নামা করছিল। আশা করি আমাদের দলের বোলাররাও একইভাবে বোলিং করতে পারবে।’

 

 

নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ১৩০ রান করেন মিচেল। তাঁর ১২৭ বলের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। দ্বিতীয় সর্বাধিক ৭৫ রান করেন রবীন্দ্র। তাঁর ৮৭ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। তৃতীয় উইকেট জুটিতে ১৫৯ রান যোগ করেন রবীন্দ্র ও মিচেল। 

ভারতের হয়ে ১০ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নেন মহম্মদ সামি। ৭৩ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ১০ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন জসপ্রীত বুমরা। মহম্মদ সিরাজও ১০ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

India Vs New Zealand: ক্যাচ ফস্কানোর সুযোগে শতরান ড্যারিল মিচেলের, ভারতের টার্গেট ২৭৪

England vs South Africa: ইংল্যান্ডকে উড়িয়ে সেমি-ফাইনালের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন