বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, আকাশছোঁয়া আমেদাবাদের হোটেলের ভাড়া

মঙ্গলবার ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের ম্যাচগুলি নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ সবচেয়ে বেশি।

বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি উন্মাদনা থাকে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। এবারের ওডিআই বিশ্বকাপেও ঠিক সেটাই দেখা যাচ্ছে। খসড়া সূচি প্রকাশ্যে আসার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছিল। মঙ্গলবার আইসিসি-র পক্ষ থেকে সরকারিভাবে সূচি ঘোষণার পর সেই উন্মাদনা বহুগুণ বেড়ে গিয়েছে। ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এখন থেকেই সেই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে আমেদাবাদে হোটেলের ভাড়াও অনেক গুণ বেড়ে গিয়েছে। পাঁচতারা হোটেলের সাধারণ ঘর সাড়ে ৩ মাস আগে বুক করা সত্ত্বেও প্রতি রাতের জন্য দিতে হচ্ছে ৫০,০০০ টাকা করে। অন্য সময় এই ঘরগুলিরই প্রতি রাতের ভাড়া থাকে ৬,৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকার মধ্যে। তাতেও পরোয়া নেই ক্রিকেটপ্রেমীদের। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য বিপুল অর্থ খরচ করতে তৈরি তাঁরা।

আইটিসি নর্মদার জেনারেল ম্যানেজার কিনান ম্যাকেঞ্জি জানিয়েছেন, 'বিভিন্ন দেশের ক্রিকেট সংস্থা, দর্শক, স্পনসররা ঘরের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে দিয়েছেন। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সময় সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে। ১৩ থেকে ১৬ অক্টোবরের মধ্যে ঘর বুকিং শুরু হয়ে গিয়েছে। আমেদাবাদে বিশ্বকাপের যতগুলি ম্যাচ রয়েছে, প্রতিটি ম্যাচের সময়ই শহরের হোটেলগুলির সব ঘর ভর্তি থাকবে বলে আশা করা হচ্ছে।'

Latest Videos

হায়াত রিজেন্সি আমেদাবাদের জেনারেল ম্যানেজার পুনীত বৈজলাল জানিয়েছেন, 'আমেদাবাদে বিশ্বকাপের যে ম্যাচগুলি রয়েছে, সংশ্লিষ্ট দিনগুলিতে হোটেলের ৮০ শতাংশ ঘরের বুকিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচের দিনের জন্য ঘর বুক করেছে ইংল্যান্ডের পর্যটন সংস্থা ও বাণিজ্যিক সংস্থাগুলি।'

আমেদাবাদে তাজ গ্রুপের হোটেল পরিচালনা করে সংকল্প গ্রুপ। এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) অতুল বুদ্ধার্যা জানিয়েছেন, ‘১৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে আমাদের ২টি ভিলার বুকিং হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমেদাবাদে বিশ্বকাপের ম্যাচের দিনগুলিতে হোটেলের ৪০ থেকে ৬০ শতাংশ ঘরের বুকিং হয়ে গিয়েছে। আমাদের আশা, বিশ্বকাপের সময় সব ঘরই ভর্তি থাকবে।’

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এবারের ওডিআই বিশ্বকাপ। এই প্রথম এককভাবে ওডিআই বিশ্বকাপ আয়োজন করছে ভারত। দেশের বিভিন্ন শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ থাকলেও, ভারতের অন্য ম্যাচগুলি নিয়েও দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে।

আরও পড়ুন-

বিরাট কোহলির জন্যই বিশ্বকাপ জেতো, সূর্যকুমার যাদবদের বার্তা বীরেন্দ্র সেহবাগের

পাকিস্তানের কথার খেলাপ করা উচিত নয়, বিশ্বকাপে যোগদান নিয়ে কড়া প্রতিক্রিয়া আইসিসি-র

Mahendra Singh Dhoni: উড়ানে ক্যান্ডি ক্রাশ খেলছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today