পাকিস্তানের কথার খেলাপ করা উচিত নয়, বিশ্বকাপে যোগদান নিয়ে কড়া প্রতিক্রিয়া আইসিসি-র

ভারতে ওডিআই বিশ্বকাপে যোগ দেওয়া নিয়ে গত কয়েক মাস ধরে টালবাহানা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপের সূচি ঘোষণার পরেও পিসিবি-র এই আচরণে ক্ষুব্ধ আইসিসি।

পাকিস্তান সরকার যদি শেষপর্যন্ত ভারতে ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি না দেয়, তাহলে পিসিবি-র বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে আইসিসি। কারণ, এর আগে বিশ্বকাপে দল পাঠাবে বলে সম্মত হয়েছিল পিসিবি। এখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করলে সহজে মেনে নেবে না আইসিসি। এক বিবৃতিতে আইসিসি-র পক্ষ থেকে বলা হয়েছে, ‘পাকিস্তান ওডিআই বিশ্বকাপে যোগ দেবে বলে সম্মতিপত্রে স্বাক্ষর করেছিল। আশা করি ওরা বিশ্বকাপে খেলবে। ওরা যখন বিশ্বকাপে যোগ দেবে বলে সম্মতি জানিয়েছিল, তখন প্রতিশ্রুতি ভঙ্গ করবে বলে ইঙ্গিত দেয়নি। আইসিসি-র সব সদস্য দেশকেই নিজেদের সরকারের আইন মেনে চলতে হবে। আমরা সেটার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমরা আশাবাদী, পাকিস্তান দল ভারতে ওডিআই বিশ্বকাপে যোগ দেবে।’

মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে। এরপরেও বিশ্বকাপে যোগ দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেয়নি পিসিবি। এই পরিস্থিতিতে অখুশি আইসিসি। কারণ, সূচি ঘোষণার পরেও পিসিবি বলছে, তারা পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সরকার যদি ভারতে ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি দেয়, তাহলেই বাবর আজমদের বিশ্বকাপে খেলতে দেখা যাবে। পাকিস্তান সরকার ভারতে দল পাঠানোর ব্যাপারে সম্মতি জানালেই আইসিসি-কে নিশ্চয়তা দিতে পারবে বলে জানিয়েছে পিসিবি

Latest Videos

এক বিবৃতিতে পিসিবি-র পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতে যে কোনও প্রতিযোগিতায় দল পাঠাতে হলে পাকিস্তান সরকারের ছড়পত্র দরকার পিসিবি-র। কোন শহরে ম্যাচ হচ্ছে, সেটাও পাকিস্তান সরকারকে জানাতে হয়। সবদিক বিচার করে তবেই ভারতে দল পাঠানোর ব্যাপারে ছাড়পত্র দেয় পাকিস্তান সরকার। আমরা আমাদের সরকারের সঙ্গে আলোচনা করছি। আমাদের সরকার যে নির্দেশ দেবে, আমরা সেই অনুযায়ী চলব। সরকার আমাদের স্পষ্ট কোনও নির্দেশিকা দিলেই আমরা আইসিসি-কে সেটা জানিয়ে দেব। আমরা ২ সপ্তাহ আগেই আইসিসি-কে এ কথা জানিয়ে দিয়েছিলাম। আইসিসি যখন আমাদের ওডিআই বিশ্বকাপের খসড়া সূচি পাঠিয়ে মতামত জানতে চেয়েছিল তখনই আমরা বলে দিয়েছিলাম, পাকিস্তান সরকারের অনুমোদন ছাড়া বিশ্বকাপে দল পাঠাতে পারব না।’

গত বছর থেকেই বিসিসিআই-এর সঙ্গে পিসিবি-র তাল ঠোকাঠুকি চলছে। পাকিস্তানে এশিয়া কাপে দল পাঠাতে রাজি হয়নি বিসিসিআই। যার ফলে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছে পিসিবি। এরই পাল্টা হিসেবে ভারতে ওডিআই বিশ্বকাপে দল পাঠানো নিয়ে টালবাহানা করছে পিসিবি। তবে শেষপর্যন্ত তাদের নমনীয় হতেই হবে বলে ধারণা ক্রিকেট মহলের।

আরও পড়ুন-

ODI World Cup 2023: প্রকাশ্যে এল ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের সূচি, জানুন কবে কোন দলের খেলা

অভিনব ট্রফি ট্যুর, ভূ-পৃষ্ট থেকে ১,২০,০০০ ফুট উপরে পাঠানো হল ওডিআই বিশ্বকাপ

Mahendra Singh Dhoni: উড়ানে ক্যান্ডি ক্রাশ খেলছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury