India Vs Pakistan: 'নতজানু হয়ে ছিলাম তখন এখনও যেমন আছি...' বিশ্বকাপে পাকিস্তানের জুজু ভারত

৩ দশক ধরে ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ভারতীয় দল। ১৯৯২ সালের বিশ্বকাপে প্রথমবার ভারত-পাকিস্তান লড়াই হয়। সেই শুরু ভারতের জয়যাত্রা। তারপর থেকে ২ দলেই অনেক বদল হয়েছে। কিন্তু ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফলে কোনও বদল হয়নি।

Soumya Gangully | Published : Oct 15, 2023 4:14 PM
18
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান, প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল

১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫, ২০১৯, ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হলে ভারতের জয় নিয়ম হয়ে গিয়েছে।

28
১৯৯২ সালে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও, ভারতের কাছে হারতে হয় পাকিস্তানকে

১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ৪৩ রানে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাটিং করতে নেমে ২১৬ রান করে ভারত। জবাবে ১৭৩ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

38
১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত

১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ হয় বেঙ্গালুরুতে। সেই ম্যাচে ৩৯ রানে জয় পায় ভারত। সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখান ভেঙ্কটেশ প্রসাদ, অজয় জাদেজা।

48
১৯৯৯ সালের ওডিআই বিশ্বকাপে সুপার সিক্সের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত

১৯৯৯ সালের ওডিআই বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখান ভেঙ্কটেশ প্রসাদ। তিনি ৫ উইকেট নেন। ভারতীয় দল সহজ জয় পায়।

58
২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ

২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। শোয়েব আখতার, ওয়াকার ইউনিসদের ম্লান করে দেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ।

68
২০১১ সালের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত

২০১১ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে মোহালিতে পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে দেয় ভারত। এই ম্যাচেও অসাধারণ ব্যাটিং করেন সচিন তেন্ডুলকর। তিনি করেন ৮৫ রান।

78
বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত

২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানের অসাধারণ ইনিংস খেলেন বিরাট কোহলি। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে ৩০০ রান করে। জবাবে ২২৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ৪ উইকেট নেন মহম্মদ সামি। তিনি ৪ উইকেট নেন।

88
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানকে হারাতে বড় ভূমিকা পালন করেন রোহিত শর্মা

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৪০ রানের অসাধারণ ইনিংস খেলেন রোহিত শর্মা। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৩৫ রান করে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৮৯ রানে জয় পায় ভারত।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos