Indian Cricket Team: মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, তিরুঅনন্তপুরমে পৌঁছে গেলেন রোহিতরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৩ ফর্ম্যাটেরই শীর্ষে থেকে ওডিআই বিশ্বকাপ খেলতে নামছে ভারতীয় দল। সম্প্রতি অসাধারণ ফর্মে রোহিত শর্মা, কে এল রাহুলরা। ফলে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট মহল।

Soumya Gangully | Published : Oct 2, 2023 12:58 AM
110
দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা রবিচন্দ্রন অশ্বিন

অক্ষর প্যাটেলের পরিবর্তে শেষমুহূর্তে বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই অভিজ্ঞ অফস্পিনার।

210
ওডিআই বিশ্বকাপে প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত শর্মা

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। এবারই প্রথম ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা।

310
মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল

মঙ্গলবারই ওডিআই বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তিরুঅনন্তপুরমে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ।

410
এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা পেসার মহম্মদ সিরাজ

ওডিআই বিশ্বকাপের আগে ভালো ফর্মে ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ। বিশ্বকাপে তিনি দলের অন্যতম ভরসা।

510
ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা

দেশের মাটিতে প্রথমবার ওডিআই বিশ্বকাপ খেলতে নামছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।

610
সম্প্রতি ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো ফর্মে শুবমান গিল

এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করবেন শুবমান গিল। তিনি ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।

710
ওডিআই বিশ্বকাপের আগে কে এল রাহুল ফিট হয়ে ওঠায় স্বস্তিতে ভারতীয় দল

ঈশান কিষান দলে থাকলেও, এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের উইকেটকিপার হিসেবে খেলবেন কে এল রাহুল।

810
ওডিআই বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে তিরুঅনন্তপুরমে পৌঁছে গেল ভারতীয় দল

মঙ্গলবার তিরুঅনন্তপুরমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলের সবাইকে দেখে নেওয়াই ভারতের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য।

910
গুয়াহাটিতে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে ভারত-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ

ওডিআই বিশ্বকাপের আগে ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। ফলে বিশ্রাম পেয়েছেন ক্রিকেটাররা।

1010
এশিয়া কাপ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতে আত্মবিশ্বাসী ভারতীয় দল

ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও জয় এসেছে। ফলে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos