ওডিআই বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হারের পরেই পাকিস্তানের ক্রিকেটের খেয়োখেয়ি প্রকাশ্যে এসে গিয়েছে। এখন পারস্পরিক দোষারোপের পালা চলছে।
শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে হারের পর বিসিসিআই-কে আক্রমণ করেন পাকিস্তান দলের প্রধান কোচ মিকি আর্থার। তিনি গ্যালারিতে পাকিস্তানের সমর্থক না থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সেটা করতে গিয়ে পাকিস্তানেই সমালোচনার মুখে পড়লেন আর্থার। তাঁর সমালোচনায় সরব ওয়াসিম আক্রম, মইন খানের মতো প্রাক্তন ক্রিকেটাররা। আক্রম বলেছেন, ‘আমি জানি না মিকি আর্থার কেন এই ধরনের মন্তব্য করলেন। কুলদীপ যাদবের বিরুদ্ধে আপনার পরিকল্পনা কী সেটা বলুন। সেটাই আমরা শুনতে চাই। অন্য কথা শুনতে চাই না। আপনি কি ভাবছেন এইসব কথা বলে পার পেয়ে যাবেন? দুর্ভাগ্যবশত আপনি পার পাবেন না।’
আক্রমের সুরেই তাঁর একসময়ের সতীর্থ মইন বলেছেন, ‘আমাদের হৃদয়ে দাগা দিয়েছে ভারতের কাছে হার। কিন্তু এখন সেই আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মিকি আর্থার। তিনি আবেগ উস্কে দিতে চাইছেন। ওঁর নিজের কাজে মন দেওয়া উচিত। অন্য কিছু নিয়ে ভাবা উচিত নয়। উনি যা বলেছেন সেটা ঠিক। কিন্তু একজন কোচ হিসেবে তাঁর এসব বলা উচিত নয়।’
আক্রম আরও বলেছেন, ‘হার-জিত খেলার অঙ্গ। কিন্তু আমরা জানতে চাই, আমাদের দল কেন হেরে গেল? আমাদের খেলায় কী ভুল হয়েছে?’
শনিবারের ম্যাচের পর আর্থার বলেন, 'আমি যদি বলি সত্যিকারের বিশ্বকাপ চলছে বলে মনে হচ্ছে, তাহলে মিথ্যা বলা হবে। আইসিসি টুর্নামেন্ট চলছে বলে আমার একেবারেই মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যেন দ্বিপাক্ষিক সিরিজ চলছে। মনে হচ্ছে এই টুর্নামেন্ট আয়োজন করছে বিসিসিআই। আমি এই ম্যাচ চলাকালীন মাইক্রোফোনে খুব বেশিবার দিল দিল পাকিস্তান শব্দটা শুনতে পাইনি।'
পাকিস্তানের প্রধান কোচ আরও বলেন, ‘দর্শকদের আচরণ অবশ্যই ম্যাচের ফলে প্রভাব ফেলেছে। কিন্তু আমি সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চাই না। কারণ, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। পরের বল কীভাবে সামাল দেব, সেটাই ভাবতে হয়। আমরা কীভাবে ভারতীয়দের মোকাবিলা করব, ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে লড়াই করব, সেটাই আসল।’
এবারের ওডিআই বিশ্বকাপ হচ্ছে ভারতে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গ্যালারি যে ভারতীয় ক্রিকেটারদের পক্ষেই গলা ফাটাবে সেটাই স্বাভাবিক। এতে আর্থারের সমস্যা থাকতে পারে, কিন্তু তাতে পরিস্থিতি বদলাবে না। পাকিস্তান দল যে শনিবার একেবারেই খেলতে পারেনি, সেটা স্বীকার করতেই হবে আর্থারকে।
আরও পড়ুন-
India Vs Pakistan: 'নতজানু হয়ে ছিলাম তখন এখনও যেমন আছি...' বিশ্বকাপে পাকিস্তানের জুজু ভারত
India Vs Pakistan: ভারতের কাছে হারার পর বিরাটের কাছ থেকে জার্সি উপহার নেওয়ায় বাবরকে তোপ আক্রমের