প্রথম দল হিসেবে এবারের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ফলে ফুরফুরে মেজাজেই কলকাতায় এলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
ইডেন গার্ডেন্সে বরাবরই ভালো পারফরম্যান্স দেখান রোহিত শর্মা। এবারও ভালো ব্যাটিং করার লক্ষ্যে ভারতের অধিনায়ক। চলতি ওডিআই বিশ্বকাপে পরপর ৭ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ভারত। ফলে চাপমুক্ত হয়েই ইডেনে খেলতে নামছেন ভারতীয় ক্রিকেটাররা। চাপে থাকবে দক্ষিণ আফ্রিকা দলই। কারণ, সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত হয়ে গেলেও, ভারতের কাছে শীর্ষস্থান খোয়াতে হয়েছে টেম্বা বাভুমার দলকে। ফলে জয়ের তাগিদ বেশি থাকবে প্রোটিয়াদেরই। সেই কারণে রোহিতরা অনেক বেশি খোলা মনে খেলতে পারবেন। টানা অষ্টম ম্যাচে জয় পেলে অসাধারণ নজির গড়বে ভারতীয় দল।
ইডেনে নজরে মহম্মদ শামি
চলতি ওডিআই বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েই ১৪ উইকেট নিয়েছেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। গত দেড় দশক ধরে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন শামি। তিনি কলকাতাতেই থাকেন। ফলে ইডেন গার্ডেন্স তাঁর ঘরের মাঠ। ছন্দ ধরে রাখাই এই পেসারের লক্ষ্য। চেনা পরিবেশ-পরিস্থিতিতে প্রোটিয়া ব্যাটারদের বিরুদ্ধে দাপট দেখানোই শামির লক্ষ্য থাকবে।
শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে ভারতীয় দল
চলতি ওডিআই বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ভারতীয় দলের পয়েন্ট ১৪। পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। এই টুর্নামেন্টে ভারতই একমাত্র অপরাজিত দল। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে। রান রেটে ভারতীয় দলের চেয়ে এগিয়ে প্রোটিয়ারা। সেই কারণেই শীর্ষস্থান ধরে রাখতে হলে ইডেনে জয় পেতে হবে ভারতীয় দলকে। গত ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯০ রানে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে প্রোটিয়ারা। তবে ভারতীয় দলেরও আত্মবিশ্বাস তুঙ্গে। দলের সবাই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। ভারতীয় দলে কোনও দুর্বলতা দেখা যাচ্ছে না। সেই কারণে ইডেনে শামিদের জয় নিয়ে কোনও সংশয় নেই।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rishabh Pant: তিরুপতি বালাজি মন্দিরে পুজো ঋষভ পন্থ, অক্ষর প্যাটেলের