Rishabh Pant: তিরুপতি বালাজি মন্দিরে পুজো ঋষভ পন্থ, অক্ষর প্যাটেলের

ভারতীয় দল যখন দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলছে, তখন অন্যত্র ব্যস্ত ভারতের দুই প্রথমসারির ক্রিকেটার ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল।

Soumya Gangully | Published : Nov 3, 2023 4:51 PM IST / Updated: Nov 03 2023, 11:35 PM IST

চোটের জন্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। সেই কারণেই তাঁর পক্ষে এবারের ওডিআই বিশ্বকাপে খেলা সম্ভব হল না। চোটের জন্যই বিশ্বকাপের দলে সুযোগ পাননি অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পান অক্ষর। সেই কারণেই তিনি বিশ্বকাপের দল থেকে ছিটকে যান। অক্ষরের বদলে বিশ্বকাপে খেলার সুযোগ পান রবিচন্দ্রন অশ্বিন। ফলে চলতি ওডিআই বিশ্বকাপের সময় ঋষভ ও অক্ষরের ভূমিকা নেহাতই দর্শকের। এরই মধ্যে শুক্রবার অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে বালাজি মন্দিরে পুজো দিতে গেলেন এই দুই ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন ঋষভ। তিনি লিখেছেন, 'এই জায়গায় কতটা শক্তি পাচ্ছি, সেটা বর্ণনা করতে পারব না। মন্দির ছেড়ে যাওয়ার ইচ্ছাই হচ্ছিল না। অবিশ্বাস্য ইতিবাচক শক্তি ও আধ্যাত্মিক শক্তি পেলাম।'

গাড়ি দুর্ঘটনায় বিপাকে ঋষভ

Latest Videos

২০২২-এর শেষদিকে উত্তরাখণ্ডে মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। তিনি গুরুতর আহত হন। এমনকী, প্রাণ সংশয়ও হয়েছিল। ডান হাঁটুতে সবচেয়ে বেশি চোট পান এই ক্রিকেটার। তাঁর সেই চোট সারানোর জন্য অস্ত্রোপচার করাতে হয়। এখন অনেকটা ফিট হয়ে উঠলেও, জাতীয় দলে ফেরার মতো অবস্থায় পৌঁছননি ঋষভ। নতুন বছরে হয়তো তিনি জাতীয় দলে ফিরবেন।

সবার সঙ্গেই পুজো দিলেন ঋষভ-অক্ষর

শুক্রবার বালাজি মন্দিরে ঋষভ ও অক্ষরকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন পুণ্যার্থীরা। অনেকেই এই দুই ক্রিকেটারের সঙ্গে ছবি তোলেন। ঋষভকে নিয়েই বেশি উচ্ছ্বাস দেখা যায়। হাসিমুখেই সবার সঙ্গে ছবি তোলেন এই উইকেটকিপার-ব্যাটার। বালাজি মন্দিরে নিরাপত্তার বাড়াবাড়ি নেই। সেই কারণে সহজেই ঋষভ ও অক্ষরের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হয় ক্রিকেটপ্রেমীদের।

 

 

রিহ্যাবের পর প্রায় ফিট ঋষভ

হাঁটু অস্ত্রোপচারের পর ফিট হয়ে ওঠার লক্ষ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য যান ঋষভ। তিনি এখন অনেকটা ফিট হয়ে উঠেছেন। ২ মাস আগে একটি অনুশীলন ম্যাচে ব্যাটিং করতে দেখা যায় ঋষভকে। তাঁকে বড় শট খেলতে দেখা যায়। ফুটওয়ার্কের সমস্যা বা অন্য কোনও জড়তা দেখা যায়নি। ফলে কিছুদিনের মধ্যেই জাতীয় দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

New Zealand Vs Pakistan: বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি, নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে বিঘ্ন ঘটবে?

Netherlands Vs Afghanistan: পাকিস্তান-নিউজিল্যান্ডকে চাপে ফেলে ৮ পয়েন্ট আফগানিস্তানের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today