এবারের ওডিআই বিশ্বকাপে পরপর ৭ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। রবিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
গত ম্যাচ জেতার পর মহম্মদ শামি বলেছিলেন, ছন্দ ধরে রাখাই আসল ব্যাপার। বড় টুর্নামেন্টে একবার ছন্দ হারালে সেই ছন্দ ফিরে পাওয়া খুব কঠিন। চলতি ওডিআই বিশ্বকাপে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য ভারতীয় দলের। রবিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পাওয়াই রোহিত শর্মা, বিরাট কোহলিদের একমাত্র লক্ষ্য। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। ফলে ইডেনে জয় পেলেই শীর্ষস্থান নিশ্চিত করে ফেলবে ভারতীয় দল। ইতিমধ্যেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। রবিবার জিতলেই বাকি দলগুলির ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন শুবমান গিল, কে এল রাহুলরা। সেটাই লক্ষ্য ভারতের।
ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স ভারতের
এবারের ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। পরপর অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশে, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ভারত। সব ম্যাচেই দাপটের সঙ্গে জয় এসেছে। এখনও পর্যন্ত কোনও দলই ভারতের বিরুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছতে পারেনি। দক্ষিণ আফ্রিকাও জয় পাবে না বলেই আশা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
উইনিং কম্বিনেশন ধরে রাখছে ভারত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে কোনও বদলের সম্ভাবনা নেই। হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে গেলেও, বিশেষ সমস্যা নেই। গত ৩ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন শামি। অসাধারণ বোলিং করছেন জসপ্রীত বুমরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন মহম্মদ সিরাজও। স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব দলকে ভরসা দিচ্ছেন। সব ব্যাটারই ভালো ফর্মে। ইডেনে বরাবরই ভালো পারফরম্যান্স দেখান রোহিত। তিনি এই মাঠেই ওডিআই ম্যাচে দ্বিশতরান করেছেন। ইডেনে বিরাটও ভালো পারফরম্যান্স দেখান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দুর্দান্ত ব্যাটিং করাই ভারতের ব্যাটারদের লক্ষ্য। ইডেনের পিচে বড় স্কোরের আশা রয়েছে। ফলে ভারতীয় দল যদি প্রথমে ব্যাটিং করতে নামে, তাহলে বিশাল স্কোর করতেই পারে। তারপর ঘরের মাঠে কুইন্টন ডি ককদের দ্রুত আউট করতে তৈরি শামি।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
New Zealand Vs Pakistan: ১০ ওভারে বিনা উইকেটে ৯০! 'বিশ্বসেরা' বোলারের করুণ দশা
Hardik Pandya: 'সবসময় দলের সঙ্গেই থাকব,' বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে বার্তা হার্দিকের