ICC World Cup 2023: বিশ্বকাপ উপলক্ষে গেটওয়ে অফ ইন্ডিয়ায় লাইট অ্যান্ড সাউন্ড, ভাইরাল ভিডিও

চলতি ওজিআই বিশ্বকাপে আর খুব বেশি ম্যাচ বাকি নেই। সেমি-ফাইনালে কোন ৪ দল খেলবে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে হতে চলেছে চূড়ান্ত পর্যায়ের লড়াই।

ভারতে উৎসবের সময়ই চলছে ওডিআই বিশ্বকাপ। নবরাত্রির পর এবার দীপাবলির সময়ও হতে চলেছে বিশ্বকাপের ম্যাচ। উৎসবের উন্মাদনা বাড়িয়ে দিতে শুক্রবার রাঙিয়ে তোলা হল মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া। সেখানে লাইট অ্যান্ড সাউন্ড আয়োজন করা হয়। এই শো দেখতে ভিড় জমান বহু মানুষ। দীপাবলি ও বিশ্বকাপের মেলবন্ধন দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ক্রিকেটপ্রেমীরা। আইসিসি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিও ভাইরাল। সারা দেশের ক্রিকেটপ্রেমীরাই এই শো দেখে খুব খুশি। চলতি ওডিআই বিশ্বকাপে বাকি ম্যাচগুলিও অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

গেটওয়ে অফ ইন্ডিয়ায় আলোর খেলা

Latest Videos

মুম্বইয়ের অন্যতম আকর্ষণ গেটওয়ে অফ ইন্ডিয়া। শুক্রবার সন্ধেবেলা সেখানে ছিল উৎসবের পরিবেশ। একইসঙ্গে দীপাবলি ও বিশ্বকাপ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোর খেলার সঙ্গে ছিল শব্দের তরঙ্গ। দর্শকরা এই শো তারিয়ে তারিয়ে উপভোগ করেন। আলোর মাধ্যমে বিশ্বকাপের নানা মুহূর্ত ফুটিয়ে তোলা হয়। সেটা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের সাংস্কৃতিক বৈচিত্র এবং খেলা, বিশেষ করে ক্রিকেটের মাধ্যমে যেভাবে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করে তোলা যায়, সেটা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়। আইসিসি-র পক্ষ থেকে বিশ্বকাপ ও দীপাবলি একসঙ্গে উদযাপন করার যে উদ্যোগ নেয় আইসিসি, সেটা ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে। উৎসবের আনন্দ ও আবেগ তুলে ধরেছে আইসিসি।

 

 

বাকি আর ৬

চলতি ওডিআই বিশ্বকাপে আর ৬টি ম্যাচ বাকি। এর মধ্যে লিগ পর্যায়ে বাকি ৩টি ম্যাচ। শনিবার অস্ট্রেলিয়া-বাংলাদেশ এবং পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ হতে চলেছে। রবিবার ভারত-নেদারল্যান্ড ম্যাচ। তারপর বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনাল। এই ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। এরপর আগামী রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

South Africa Vs Afghanistan: দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হার, বিশ্বকাপ শেষ আফগানিস্তানের

Sri Lanka cricket: অবাঞ্চিত রাজনৈতিক হস্তক্ষেপ, সাসপেন্ড শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar