Ravichandran Ashwin: বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাবেন অশ্বিন, আশাবাদী মুরলীধরন

Published : Sep 28, 2023, 09:43 PM ISTUpdated : Sep 28, 2023, 10:52 PM IST
Ravichandran Ashwin

সংক্ষিপ্ত

বায়োপিক '৮০০'-এর প্রচারে কলকাতায় এসেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার মুথাইয়া মুরলীধরন। বৃহস্পতিবার বিকেলে একটি অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে নানা কথা বললেন এই প্রাক্তন ক্রিকেটার।

তখনও জানতেন না ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু বিশ্বকাপে কোন স্পিনারদের দিকে তাকিয়ে থাকবেন, এই প্রশ্নের শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার মুথাইয়া মুরলীধরন বলেন, 'প্রতিটি দলেই ভালো স্পিনার আছে। শ্রীলঙ্কা দলে ওয়ানিন্দু হাসারঙ্গা আছে, আফগানিস্তান দলে রশিদ খান আছে, ভারতীয় দলের হয়ে কুলদীপ যাদব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। রবিচন্দ্রন অশ্বিন অবশ্য বিশ্বকাপের দলে নেই। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল আছে। ফলে কারা ভালো পারফরম্যান্স দেখাবে সেটা বলা কঠিন। কারণ, শিশির পড়লে বোলিং করা কঠিন হয়ে যায়।' মুরলী এ কথা বলার পরেই অক্ষরের পরিবর্তে বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়ে গেলেন অশ্বিন। ফলে তাঁর ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন মুরলীধরন।

এশিয়া কাপ চলাকালীন চোট পান অক্ষর। ফলে তাঁর পক্ষে এশিয়া কাপ ফাইনালে খেলা সম্ভব হয়নি। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ ফিট হয়ে উঠতে অক্ষরের ৩ সপ্তাহ লাগবে। ফলে তাঁর পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব হবে না। সেই কারণেই অশ্বিনকে দলে নেওয়া হল। আইসিসি-র নিয়ম অনুযায়ী বৃহস্পতিবারই ওডিআই বিশ্বকাপের জন্য ঘোষিত দলে চূড়ান্ত বদলের শেষ দিন ছিল। এদিনের পর যদি বিশ্বকাপের দলে কোনও বদল করতে হয়, তাহলে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। সেই কারণে কোনও ঝুঁকি না নিয়ে বৃহস্পতিবারই দলে বদলের কথা ঘোষণা করে দিল বিসিসিআই।

এর আগে প্রধান নির্বাচক অজিত আগরকর ওডিআই বিশ্বকাপের জন্য যে ১৫ জনের দল ঘোষণা করেন, সেই দলে জায়গা পাননি অশ্বিন। তবে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। শেষপর্যন্ত তিনি বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন। ২০১১ সালের পর এবারও ভারতকে বিশ্বকাপ জেতাতে চান অশ্বিন

আইসিসি-র ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ভারত ওডিআই বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলে শেষমুহূর্তে একটি বদল করতে বাধ্য হয়েছে। এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পান অক্ষর প্যাটেল। সেই কারণে এই স্পিন-বোলিং অলরাউন্ডারের পক্ষে এশিয়া কাপ ফাইনালে খেলা সম্ভব হয়নি। সেই চোট এখনও সারেনি। তার ফলে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পরিবর্ত হিসেবে দলে নেওয়া হল। তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দারুণভাবে দলে ফিরেছেন। এই সিরিজে তিনি ২ ম্যাচ খেলে ৪ উইকেট নেন।’

আরও পড়ুন-

Ravichandran Ashwin: অক্ষর প্যাটেলের পরিবর্তে বিশ্বকাপের দলে রবিচন্দ্রন অশ্বিন

Sourav Ganguly: স্বপ্নের দলে কোন ৩ ক্রিকেটারকে রাখবেন? জানিয়ে দিলেন সৌরভ

Muttiah Muralitharan 800 : মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল