Sourav Ganguly: স্বপ্নের দলে কোন ৩ ক্রিকেটারকে রাখবেন? জানিয়ে দিলেন সৌরভ

Published : Sep 28, 2023, 07:47 PM ISTUpdated : Sep 28, 2023, 09:15 PM IST
Sourav Ganguly

সংক্ষিপ্ত

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় ভারতীয় দলে যেমন একঝাঁক ভালো ক্রিকেটার ছিলেন, তেমনই বিপক্ষ দলগুলিও ছিল শক্তিশালী। সেখান থেকে সেরা দল বাছাই করা সহজ নয়।

স্বপ্নের দল বেছে নিতে হলে কাদের রাখবেন? বৃহস্পতিবার মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের বায়োপিক '৮০০'-এর প্রচার সংক্রান্ত অনুষ্ঠানে এই প্রশ্ন করা হয় ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেই সময় পাশের আসনেই ছিলেন মুরলী। একসময়ের প্রতিপক্ষকে প্রশংসায় ভরিয়ে দিলেন সৌরভ। তিনি জানিয়ে দিলেন, স্বপ্নের দলে যে ৩ জন ক্রিকেটারকে রাখছেন, তাঁদের মধ্যে মুরলী অবশ্যই থাকছেন। এছাড়া সৌরভের স্বপ্নের দলে থাকছেন প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকর। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্র্যাথকেও স্বপ্নের দলে রাখছেন সৌরভ। তিনি জানিয়েছেন, যে কোনও পিচে, যে কোনও পরিস্থিতিতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ম্যাকগ্র্যাথ। সেই কারণে তাঁকে এই দলে রাখতেই হবে।

মুরলীর প্রশংসা করে সৌরভ বলেছেন, 'টেস্টে ৮০০ উইকেট পেতে হলে প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক ম্যাচ খেলতে হয়। সেই কারণে মুরলীর পর অন্য কোনও বোলার এই নজির গড়তে পারবে কি না, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারব না। মনে রাখতে হবে, মুরলী ওডিআই ফর্ম্যাটে ৫৪০ উইকেট পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ১,৩৪০ উইকেট একেবারেই সহজ নয়। এখন ক্রিকেটারদের টেস্ট ম্যাচ, ওয়ান ডে ম্যাচ, টি-২০ ক্রিকেট, লিগ খেলতে হয়। ফলে ওদের কাজ আরও কঠিন হয়ে গিয়েছে। বিশ্বে কোনও কিছুই অসম্ভব নয়। আমি বলছি না কোনও বোলার মুরলীর রেকর্ড ভাঙতে পারবে না। কিন্তু কাজটা খুব কঠিন।'

মুরলীর প্রশংসা করে সৌরভ আরও বলেছেন, 'মুরলী এমন একজন বোলার, ও যে কোনও ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে উইকেট নিতে পারত। সেই কারণে আমরা ওকে ভয় পেতাম। আমরা ওকে উইকেট দিতে চাইতাম। ইংল্যান্ডে ১৯৯৯ সালের বিশ্বকাপের সময় আমাদের কিছুটা সুবিধা হয়েছিল। কারণ, সেই সময় উইকেট থেকে স্পিনাররা সাহায্য পাচ্ছিল না। ফলে ব্যাটারর সুবিধা পাচ্ছিল। কিন্তু মুরলীর বিশেষত্ব হল, যে ম্যাচে আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭০ রান করেছিলাম, সেই ম্যাচেও মুরলী প্রতি ওভারে ৫ রানের বেশি দেয়নি। ও যে ম্যাচে ভালো বোলিং করত সেই ম্যাচে অনেক উইকেট নিত। যে ম্যাচে ও ভালো বোলিং করতে পারত না সেই ম্যাচে কম রান দিত। আমি সৌভাগ্যবান যে সারা কেরিয়ারেই মুরলীর বিরুদ্ধে খেলেছি। ওর বয়স যত বেড়েছে বোলিং তত ভালো হয়েছে।'

আরও পড়ুন-

Ravichandran Ashwin: অক্ষর প্যাটেলের পরিবর্তে বিশ্বকাপের দলে রবিচন্দ্রন অশ্বিন

Muttiah Muralitharan 800 : মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়

Pakistan Cricket Team: ওডিআই বিশ্বকাপ খেলতে ৭ বছর পর ভারতে বাবর আজমরা

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬ নিলাম লাইভ: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিন
আইপিএল ২০২৬: আবু ধাবিতে এবার নিলামের আগে জারি নতুন নিয়ম, শুরু বিতর্ক