Netherlands Vs Afghanistan: পাকিস্তান-নিউজিল্যান্ডকে চাপে ফেলে ৮ পয়েন্ট আফগানিস্তানের

Published : Nov 03, 2023, 07:58 PM ISTUpdated : Nov 03, 2023, 08:35 PM IST
Netherlands vs Afghanistan

সংক্ষিপ্ত

এবারের ওডিআই বিশ্বকাপে অন্যতম চমক আফগানিস্তান। ক্রিকেট দুনিয়ায় লড়াকু দল হয়ে উঠেছে আফগানিস্তান। মহম্মদ নবি, রহমত শাহরা অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।

শুক্রবার লখনউয়ে নেদারল্যান্ডসকে সহজেই হারিয়ে চলতি ওডিআই বিশ্বকাপে চতুর্থ জয় পেল আফগানিস্তান। এই জয়ের ফলে ৮ পয়েন্টে পৌঁছে গেল হাশমাতুল্লাহ শাহিদির দল। আফগানিস্তান ৮ পয়েন্টে পৌঁছে যাওয়ায় পাকিস্তানের উপর চাপ বাড়ল। কারণ, ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছেন বাবর আজমরা। সেখানে সমসংখ্যক ম্যাচ খেলে ২ পয়েন্টে এগিয়ে আফগানরা। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারলেই পাকিস্তানের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের আশা শেষ হয়ে যাবে। এদিন আফগানিস্তানের জয়ে নিউজিল্যান্ডও কিছুটা চাপে পড়ে গেল। কারণ, ৭ ম্যাচ খেলে টম ল্যাথামরা ৮ পয়েন্ট পেয়েছেন। ফলে সেমি-ফাইনালের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।

ওডিআই বিশ্বকাপ থেকে ডাচদের বিদায়

বাংলাদেশ, ইংল্যান্ডের মতোই চলতি ওডিআই বিশ্বকাপে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল নেদারল্যান্ডস। ৭ ম্যাচ খেলে ডাচদের পয়েন্ট ৪। অধিনায়ক স্কট এডওয়ার্ডস প্রথম থেকেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকলেও, তাঁর দল খুব একটা লড়াই করতে পারল না।

৭ উইকেটে জয় আফগানিস্তানের

শুক্রবার ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নেদারল্যান্ডসকে উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। কিন্তু এই সিদ্ধান্তের ফল ভালো হয়নি। ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় ডাচরা। সর্বাধিক ৫৮ রান করেন সিব্র্যান্ড এনগেলব্রেখট। ওপেনার ম্যাক্স ওডোড করেন ৪২ রান। কলিন অ্যাকারম্যান করেন ২৯ রান। আর কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। রোয়েলফ ভ্যান ডার মারউই করেন ১১ রান। ১০ রান করে অপরাজিত থাকেন আরিয়ান দত্ত। আফগানিস্তানের হয়ে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ নবি। ৩১ রান দিয়ে ২ উইকেট নেন নূর আহমেদ। ৪০ রান দিয়ে ১ উইকেট নেন মুজিব-উর-রহমান। ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩১.৩ ওভারেই জয় তুলে নেয় আফগানিস্তান। ৫২ রান করেন রহমত শাহ। ৫৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শাহিদি। ৩১ রান করে অপরাজিত থাকেন আজমাতুল্লাহ ওমরজাই। ওপেনার ইব্রাহিম জর্দান করেন ২০ রান। অপর ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ১০ রান।

পয়েন্ট তালিকায় ৫ নম্বরে পাকিস্তান

নেদারল্যান্ডসকে হারিয়ে চলতি ওডিআই বিশ্বকাপে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এল আফগানিস্তান। নিউজিল্যান্ডের চেয়ে রান রেটে পিছিয়ে আফগানরা। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্টে আছে অস্ট্রেলিয়া। ফলে ৫ বারের চ্যাম্পিয়নদের সেমি-ফাইনালে খেলা কার্যত নিশ্চিত।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL: ক্রিকেট-বাণিজ্যে উৎসাহ, আইপিএল-এ বিপুল অর্থ বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের

India Vs Sri Lanka: ভারতের জয়ে কী জ্বালা! বুমরা-শামিদের নাকি আলাদা বল দিচ্ছে ICC, তাতেই সাফল্য, উদ্ভট অভিযোগ পাকিস্তানের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে