সংক্ষিপ্ত

শনিবার ওডিআই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান লড়াই ঘিরে উত্তেজনা বাড়ছে। ২ দলই মহারণের জন্য তৈরি।

শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হতে চলেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত তৈরি হতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘিরে। ভারতের এই দুই তারকা ক্রিকেটার হয়তো শনিবারই পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামছেন। কারণ, এটাই সম্ভবত তাঁদের শেষ ওডিআই বিশ্বকাপ। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে আর রোহিত ও বিরাটকে সুযোগ দেওয়া হচ্ছে না। ফলে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপেও হয়তো তাঁরা সুযোগ পাবেন না। ফলে শনিবারের ম্যাচ ভারতের এই দুই তারকার কাছে একেবারেই আলাদা। তাঁরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন।

ঘটনাচক্রে রোহিত ও বিরাট পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন আইসিসি টুর্নামেন্টে। তাঁরা শেষ ম্যাচও খেলতে চলেছেন আইসিসি টুর্নামেন্টেই। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন রোহিত। সেবারই তিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন। বিরাট পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবার একসঙ্গেই হয়তো তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবেন।

শনিবারের ম্যাচ দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে থাকতে পারেন ১ লক্ষ ৩২ হাজার দর্শক। ভারত-পাকিস্তান ম্যাচের ইতিহাসে গ্যালারিতে দর্শকের হিসেবে নতুন রেকর্ড হতে চলেছে। টেলিভিশন, মোবাইল ফোনে ম্যাচ দেখবেন কোটি কোটি দর্শক। ফলে ক্রিকেটাররা যথেষ্ট চাপে থাকবেন। দেশের মাটিতে খেলা হওয়ায় ভারতীয় ক্রিকেটারদের উপর প্রত্যাশার চাপ বেশি। তবে ভারতীয় দলের মনোবল বাড়াতে পারে ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড। অলিখিত নিয়ম হয়ে গিয়েছে, এই টুর্নামেন্টে পাকিস্তানের মুখোমুখি হলেই জয় পাবে ভারত। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫ ও ২০১৯ সালে জয় পেয়েছে ভারত। এবার অষ্টম জয়ের লক্ষ্যে রোহিত-বিরাটরা। 

চলতি ওডিআই বিশ্বকাপে ভারত ও পাকিস্তান, দু'দলই ভালো ফর্মে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। পরপর ২ ম্যাচে অর্ধশতরান করেছেন বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরান করেছেন রোহিত। শনিবারও তাঁরা বড় স্কোর করতে তৈরি।

অন্যদিকে, প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয় পেয়েছে পাকিস্তান। তবে ভালো ফর্মে নেই অধিনায়ক বাবর আজম। এটা শনিবারের ম্যাচে পাকিস্তান দলের পক্ষে উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন-

Shubman Gill: সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন শুবমান গিল?

India Vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের কালোবাজারি চরমে, ১৯ লক্ষ টাকায় পৌঁছল দাম!

YouTube video player