অভিনব ট্রফি ট্যুর, ভূ-পৃষ্ট থেকে ১,২০,০০০ ফুট উপরে পাঠানো হল ওডিআই বিশ্বকাপ

প্রতিবারই বিশ্বকাপের আগে সারা বিশ্বে ট্রফি ট্যুরের ব্যবস্থা করে ফিফা। এবার আইসিসি-ও একই ব্যবস্থা করল। শুধু বিশ্বের বিভিন্ন দেশই নয়, মহাকাশেও ট্রফি পাঠাল আইসিসি।

সোমবার শুরু হল ওডিআই বিশ্বকাপের ট্রফি ট্যুর। এবারই প্রথম এরকম জাঁকজমকপূর্ণভাবে বিশ্বকাপের ট্রফি ট্যুরের আয়োজন করল আইসিসি। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন। সোমবার ট্রফি ট্যুরের শুরুতেই বিশ্বকাপ ট্রফি পাঠানো হল মহাকাশে। ভূ-পৃষ্ট থেকে ১ লক্ষ ২০,০০০ ফুট উপরে পাঠানো হল বিশ্বকাপ ট্রফি। স্ট্র্যাটোস্ফিয়ার থেকে বিশ্বকাপ ট্রফি নেমে আসে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিশেষভাবে তৈরি একটি স্ট্র্যাটোস্ফেরিক বেলুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। ফোর কে ক্যামেরার সাহায্যে মহাকাশে বিশ্বকাপ ট্রফির দুর্দান্ত কয়েকটি ছবি তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। ক্রিকেটপ্রেমীরা এই ছবি দেখে উচ্ছ্বসিত।

এবারই প্রথম এত বড় আকারে ট্রফি ট্যুরের ব্যবস্থা করেছে আইসিসি। বিভিন্ন দেশের মানুষ বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে সেলফি তোলার সুযোগ পাবেন। বিভিন্ন দেশে ঘুরবে বিশ্বকাপ ট্রফি। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ট্রফি ট্যুর। ১৮টি দেশে ঘুরবে বিশ্বকাপ ট্রফি। ভারত থেকে শুরু হয়ে কুয়েত, বাহরিন, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইটালির মতো দেশগুলিতে যাবে বিশ্বকাপ ট্রফি। আইসিসি-র আশা, অন্তত ১০ লক্ষ মানুষ বিশ্বকাপ ট্রফির সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন।

Latest Videos

 

 

আইসিসি চিফ এগজিকিউটিভ জেফ অ্যালার্ডিস বলেছেন, ‘এবারই সবচেয়ে বড় আকারে পুরুষদের ওডিআই বিশ্বকাপ হতে চলেছে। বিশ্বকাপের ট্রফি ট্যুর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ট্রফি ট্যুরের মাধ্যমে বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখার সুযোগ পাবেন। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনেক মানুষ এই ট্রফি দেখার সুযোগ পাবেন। ক্রিকেটের উন্নতি করার জন্যও নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপ ট্রফি। কোটি কোটি ক্রিকেটপ্রেমী আছেন। যত বেশি সম্ভব মানুষকে কাছ থেকে বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ দিতে চাই আমরা। কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার ট্রফি ট্যুরের সঙ্গে যুক্ত থাকবেন।’

বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘ক্রিকেট যেভাবে ভারতকে ঐক্যবদ্ধ করে তোলে, সেটা অন্য সব খেলার চেয়ে বেশি। আমরা সেরা ১০টি দলকে নিয়ে ৬ সপ্তাহের হৃদস্পন্দন বন্ধ করে দেওয়ার মতো ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করতে চলেছি। বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ট্রফি ট্যুরের মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।’

আরও পড়ুন-

ফাইনাল হচ্ছে আমেদাবাদেই, ইডেন, ওয়াংখেড়ে পাচ্ছে ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনাল

দুয়ারে বিশ্বকাপ, এশিয়ান গেমসের দলে বিরাট কোহলি, রোহিত শর্মাকে রাখছে না বিসিসিআই

Mahendra Singh Dhoni: উড়ানে ক্যান্ডি ক্রাশ খেলছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury