ICC Men's Cricket World Cup 2023: প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে হার পাকিস্তানের

Published : Sep 29, 2023, 10:41 PM ISTUpdated : Sep 29, 2023, 11:12 PM IST
Kane Williamson

সংক্ষিপ্ত

শুক্রবার শুরু হয়ে গেল ওডিআই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি। কয়েকদিন পরেই শুরু হয়ে যাচ্ছে মূলপর্বের খেলা। ১০টি এখন শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।

ওডিআই বিশ্বকাপের আগে ভারতের মাটিতে প্রথম ম্যাচে হেরে গেল পাকিস্তান। শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান। এদিন বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সৌদ শাকিলরা ভালো পারফরম্যান্স দেখান। কিন্তু হ্যারিস রউফ, হাসান আলি, আগা সলমন, উসামা মীর, মহম্মদ ওয়াসিম জুনিয়র, মহম্মদ নওয়াজরা ভালো বোলিং করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ভালো পারফরম্যান্স দেখান র‍্যাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যানরা। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৪৫ রান করার পরেও হেরে গেল পাকিস্তান। এদিন অবশ্য পাকিস্তানের হয়ে বোলিং করেননি শাহিন শাহ আফ্রিদি।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর। দারুণ ব্যাটিং করেন পাকিস্তানের ব্যাটাররা। ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। ওপেনার ইমাম-উল-হক ১০ বল খেলে মাত্র ১ রান করেই আউট হয়ে যান। অপর ওপেনার আবদুল্লা শফিক করেন ১৪ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে বাবর করেন ৮০ রান। উইকেটকিপার-ব্যাটার রিজওয়ান ১০৩ রান করেন। শাকিল করেন ৭৫ রান। ৩৩ রান করে অপরাজিত থাকেন সলমন। শাদাব খান করেন ১৬ রান। ৭ রান করে অপরাজিত থাকেন ইফতিকার আহমেদ। নিউজিল্যান্ডের হয়ে ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্যান্টনার। ৮ রান দিয়ে ১ উইকেট নেন ম্যাট হেনরি। ৫৯ রান দিয়ে ১ উইকেট নেন জেমস নিশম। ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন লকি ফার্গুসন।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৪৩.৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। যদিও ইনিংসের শুরুটা ভালো হয়নি। ইনিংসের সপ্তম বলেই আউটে হয়ে যান ওপেনার ডেভন কনওয়ে (০)। অপর ওপেনার রবীন্দ্র অবশ্য ৯৭ রান করেন। ৫৪ রান করেন উইলিয়ামসন। ৫৯ রান করেন মিচেল। এই ম্যাচে কিউয়িদের অধিনায়ক টম ল্যাথাম করেন ১৮ রান। ৩ রান করেই আউট হয়ে যান গ্লেন ফিলিপস। ৬৫ রান করে অপরাজিত থাকেন চাপম্যান। ৩৩ রান করেন নিশম। ১ রান করে অপরাজিত থাকেন স্যান্টনার। 

পাকিস্তানের হয়ে ৬৬ রান দিয়ে ১ উইকেট নেন হাসান। ৬০ রান দিয়ে ১ উইকেট নেন সলমন। ৬৮ রান দিয়ে ২ উইকেট নেন উসামা। ৫৮ রান দিয়ে ১ উইকেট নেন ওয়াসিম।

আরও পড়ুন-

India Vs Pakistan: 'শত্রু দেশে খেলতে গিয়েছে দল,' বেফাঁস মন্তব্যের পর সাফাই পিসিবি চেয়ারম্যানের

Indian Cricket Team : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে ভারতীয় দল

Pakistan Cricket Team: আমেদাবাদের মুসলিমরা পাকিস্তানকে সমর্থন করবেন, দাবি মুস্তাক আহমেদের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি, প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন?
Suryakumar Yadav: শুধু টস করাই অধিনায়কের কাজ নয়! সূর্যকুমারের সমালোচনায় প্রাক্তন তারকা