Zainab Abbas: হিন্দু দেব-দেবীদের অবমাননা, অভিযোগ দায়ের হতেই পলায়ন পাক সঞ্চালকের

পাকিস্তানিদের ভারত-বিরোধিতা নতুন কিছু নয়। অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি ক্রিকেটেও ভারত-বিরোধিতা দেখা যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন পাকিস্তানিদের ভারত-বিরোধিতা গোপন থাকছে না।

দিল্লিতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লিখেছিলেন, ‘দিল্লিতে গিয়ে গোমূত্রের গন্ধ পাচ্ছিলাম। উপস, সেটা ওদের মা কালী মা।’ কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে কটাক্ষ করে লিখেছিলেন, '১২০ কোটি নাগরিকের মধ্যে থেকে একজনও ফাস্ট বোলার পাওয়া যায় না। তোমাদের নিরামিষাশাসীদের মাংস খাওয়া উচিত।' ২০১৪ সালের মার্চে করা এই ২টি ট্যুইটের ভিত্তিতে ওডিআই বিশ্বকাপে পাকিস্তানি উপস্থাপক জয়নাব আব্বাসের বিরুদ্ধে দিল্লি পুলিশের সাইবার সেল, স্বরাষ্ট্রমন্ত্রক ও বিসিসিআই-এর কাছে অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী ও আইনজীবী বিনীথ জিন্দল। অভিযোগ দায়ের হতেই জেরা বা গ্রেফতারি এড়াতে ভারত ছেড়ে পালিয়ে গেলেন জয়নাব। তিনি দুবাইয়ে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। চলতি ওডিআই বিশ্বকাপ চলাকালীন হয়তো আর ভারতে আসবেন না জয়নাব। যদিও তাঁর ভারত ছেড়ে চলে যাওয়া নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। 

পাকিস্তানের সামা টিভির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রথমে জানানো হয়েছিল, ভারত ছেড়ে চলে গিয়েছেন জয়নাব। কিন্তু পরে সেই পোস্ট মুছে ফেলা হয়। এরপর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, ‘পাকিস্তানি ক্রীড়া উপস্থাপক জয়নাব আব্বাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তিনি নিরাপদেই ভারত ছেড়ে চলে গিয়েছেন। তিনি এখন দুবাইয়ে আছেন। তাঁর বিরুদ্ধে পুরনো ভারত-বিরোধী ট্যুইট এবং সাইবার অপরাধের অভিযোগ দায়ের হয়েছে।’

Latest Videos

 

 

সোশ্যাল মিডিয়া পোস্টে বিনীথ জিন্দল লেখেন, ‘বিসিসিআই ও স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো অভিযোগে জয়নাব আব্বাসকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। তিনি ভারত ও হিন্দু ধর্ম সম্পর্কে অবমাননাকর ও প্ররোচনামূলক পোস্ট করেছেন। যারা আমাদের দেশ ও হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, শুধু তাঁদের জন্যই অতিথি দেব ভব নীতি প্রযোজ্য। ভারত-বিরোধীদের আমাদের দেশে স্বাগত জানানো হবে না।’

 

 

পরের পোস্টে বিনীথ জিন্দল লেখেন, ‘বড় জয় পাওয়া গেল, কারণ দিল্লি পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রক ও বিসিসিআই-এর কাছে অভিযোগ দায়ের হতেই চলে গিয়েছেন পাকিস্তানি উপস্থাপক জয়নাব আব্বাস। অভিযোগ দায়ের হওয়ার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক ও বিসিসিআই-কে অভিনন্দন জানাই।’

দিল্লি পুলিশের সবাইবার সেলে জয়নাবের বিরুিদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন বিনীথ জিন্দল। তিনি জানিয়েছেন, দিল্লি পুলিশকে জয়নাবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ২৯৫, ৫০৬ ও ১২১ ধারা এবং তথ্য-প্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা দায়ের করার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন-

Cricket In Olympics: ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট

Virat Kohli: দলের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিরাট, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন