Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরকে ওডিআই বিশ্বকাপের গোল্ডেন টিকিট দিল বিসিসিআই

২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম নায়ক সচিন তেন্ডুলকর। তিনি এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের জন্য গলা ফাটাতে তৈরি।

অমিতাভ বচ্চনের পর এবার সচিন তেন্ডুলকর, আরও একজন কিংবদন্তির হাতে ওডিআই বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। শুক্রবার বিসিসিআই-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবি শেয়ার করা হয়েছে। এর সঙ্গে লেখা হয়েছে, ‘ক্রিকেট ও দেশের জন্য অসাধারণ মুহূর্ত। ভারতের যাঁরা নায়ক, তাঁদের জন্য ওডিআই বিশ্বকাপের গোল্ডেন টিকিট উপহার দেওয়ার নীতি নিয়েছে বিসিসিআই। এই নীাতির অঙ্গ হিসেবেই ভারতরত্ন সচিন তেন্ডুলকরকে গোল্ডেন টিকিট উপহার দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ক্রিকেটের দক্ষতার প্রতীক সচিন তেন্ডুলকর। তিনি দেশের গর্ব। তাঁর যাত্রা কয়েক প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এবার তিনি ওডিআই বিশ্বকাপের অঙ্গ হচ্ছেন। তিনি সরাসরি ম্যাচ দেখবেন।’

১২ বছর আগে দেশের মাটিতে শেষবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এবারও দেশের মাটিতেই হচ্ছে ওডিআই বিশ্বকাপ। বর্তমান ভারতীয় দলে যাঁরা আছেন, তাঁদের মধ্যে একমাত্র বিরাট কোহলিই ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন। ফের বিশ্বকাপ জিততে মরিয়া বিরাট। তিনি এখন জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপ জেতাই ভারতীয় দলের লক্ষ্য। অনেকেই সচিনের সঙ্গে বিরাটের তুলনা করছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট হয়তো এবারই শেষ ওডিআই বিশ্বকাপ খেলতে নামছেন। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পাননি রোহিত। এবার অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করে কপিল দেব নিখাঞ্জ ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একাসনে বসতে চান রোহিত।

Latest Videos

 

 

৫ অক্টোবর শুরু হচ্ছে এবারের ওডিআই বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স নিউজিল্যান্ড, ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আয়োজক দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস এবারের ওডিআই বিশ্বকাপে খেলছে। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। ৮ অক্টোবর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। ১০টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। ১২ নভেম্বর শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। তারপর প্রথম সেমি-ফাইনাল ১৫ নভেম্বর। দ্বিতীয় সেমি-ফাইনাল ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপ ফাইনাল।

ওডিআই বিশ্বকাপে যে দলগুলি খেলছে, তাদের মধ্যে বেশিরভাগ দলই চূড়ান্ত ১৫ জনের নাম ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।

আরও পড়ুন-

Ben Stokes: ওডিআই বিশ্বকাপের পরেই হাঁটু অস্ত্রোপচার করাবেন বেন স্টোকস

Asia Cup 2023: রবিবারও বৃষ্টির পূর্বাভাস, ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে রিজার্ভ ডে

Virat Kohli and Hardik Pandya : ভারত-নেপাল ম্যাচে সৌজন্যের পরিচয় দিলেন বিরাট-হার্দিক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury