India Vs New Zealand: ৪ বছর পর ফের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড

এবারের ওডিআই বিশ্বকাপের শুরুতে যে ৪টি দল ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছিল তারাই সেমি-ফাইনালে পৌঁছে গেল। ফলে চূড়ান্ত পর্যায়ের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এবার দেশের মাটিতে সেই হারের বদলা নেওয়ার লক্ষ্যে বিরাট কোহলি, রোহিত শর্মারা। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি ওডিআই বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমি-ফাইনালেও দুই 'দুর্ধর্ষ দুশমন'-এর লড়াই। ১৯৯৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে অল্পের জন্য হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২৪ বছর পর সেই হারের বদলা নেওয়ার সুযোগ প্রোটিয়াদের সামনে। এখনও পর্যন্ত কোনওবার ওডিআই বিশ্বকাপ ফাইনালে পৌঁছতে পারেনি দক্ষিণ আফ্রিকা। একইভাবে কোনওবার ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া লড়াই হয়নি। ফলে এবার নতুন কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।

পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

Latest Videos

এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত ভারত। প্রথম ৮টি ম্যাচেই জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। শুবমান গিল, শ্রেয়াস আইয়ারদের পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছে। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়াও ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে। রবিবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত।

 

 

ছিটকে গেল পাকিস্তান

শনিবার ইডেন গার্ডেন্সে ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল পাকিস্তান। এই ম্যাচের আগেই অবশ্য স্পষ্ট হয়ে গিয়েছিল, পাকিস্তানের পক্ষে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন সম্ভব হবে না। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৩৩৭ রান করে ইংল্যান্ড। ৬.৪ ওভারের মধ্যে এই রান টপকে যেতে পারলে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করত পাকিস্তান। কিন্তু ৪৩.৩ ওভারে ২৪৪ রানে অলআউট হয়ে গেল বাবর আজমের দল। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে একমাত্র অর্ধশতরান করেন আগা সলমন (৫১)। বাবর করেন ৩৮ রান। ৩৬ রান করেন মহম্মদ রিজওয়ান। ৩৫ রান করেন হ্যারিস রউফ। সৌদ শাকিল করেন ২৯ রান। শাহিন আফ্রিদি করেন ২৫ রান। ১৬ রান করে অপরাজিত থাকেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ডেভিড উইলি ৫৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন আদিল রশিদ। ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন গাস অ্যাটকিনসন। ৬০ রান দিয়ে ২ উইকেট নেন মইন আলি। ২৭ রান দিয়ে ১ উইকেট নেন ক্রিস ওকস।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

England Vs Pakistan: পাকিস্তানের বিদায়, পরপর ৫ বার সেমি-ফাইনালে নিউজিল্যান্ড

Australia Vs Bangladesh: অস্ট্রেলিয়ার কাছে হেরেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশায় বাংলাদেশ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari