ভারতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম সফল শুবমান গিল। কিন্তু অসুস্থতার জন্য চলতি ওডিআই বিশ্বকাপে আপাতত খেলতে পারছেন না এই তরুণ ব্যাটার।
অসুস্থতার জন্য রবিবার চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি শুবমান গিল। চলতি ওডিআই বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচেও খেলতে পারবেন না শুবমান। তাঁকে ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে সুস্থ করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। তবে দুর্বল শরীরে শুবমানের পক্ষে খেলা সম্ভব নয়। অসুস্থ অবস্থায় খেলতে নামলে তাঁর চোট পাওয়ার আশঙ্কা থাকবে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেটা চাইছে না। শুবমান ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠলে তারপরেই তাঁকে খেলানো হবে। সেই কারণে এখন শুবমানের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়। ওপেনার ঈশান কিষান, রোহিত এবং ৩ নম্বরে ব্যাটিং করতে নামা শ্রেয়াস আইয়ার রান করার আগেই আউট হয়ে যান। এরপর বিরাট কোহলি ও কে এল অসাধারণ পার্টনারশিপ গড়ে তোলায় ভারতের জয়ের পথ প্রশস্ত হয়ে যায়। কিন্তু প্রতি ম্যাচেই বিরাট, রাহুলের পক্ষে অসাধারণ ইনিংস খেলা সম্ভব নয়। দলকে ধারাবাহিকভাবে সাফল্য পেতে হলে টপ অর্ডারকে বড় রান করতে হবে। সেই কারণেই শুবমানকে টপ অর্ডারে দরকার। তাঁর সঙ্গে রোহিতের জুটি ক্রিজে থিতু হয়ে গেলে ভারতীয় দলের বড় স্কোরের আশা তৈরি হয়। এ বছর অসাধারণ ফর্মে শুবমান। ওডিআই বিশ্বকাপেও তাঁর কাছ থেকে ভালো ইনিংসের আশায় দল। কিন্তু অসুস্থতার জন্য এখন মাঠে নামতে পারছেন না এই তরুণ ক্রিকেটার।
এ বছর ওডিআই ফর্ম্যাটে ২০ ম্যাচ খেলে ১,২৩০ রান করেছেন শুবমান। তাঁর ব্যাটিংয়ের গড় ৭২.৩৫। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার লড়াইয়ে আছেন শুবমান। তিনি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে চাপে ফেলে দিয়েছেন। এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন শুবমানই। তিনি ভারতীয় দলকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। ফলে এখন ভারতীয় দলের অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন শুবমান। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর অভাব বোঝা গিয়েছে। আফগানিস্তান লড়াকু দল। রশিদ খানদের বিরুদ্ধেও শুবমান না থাকায় রোহিত, ঈশানকে ভালো ব্যাটিং করতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁরা যে ভুল করেছেন, সেটা করলে চলবে না। বিরাট, রাহুলকেও ফের ভালো ইনিংস খেলতে হবে। এবারের ওডিআই বিশ্বকাপের ফর্ম্যাট অনুযায়ী লিগ পর্যায়ের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। যত বেশি সম্ভব পয়েন্ট নিতে হবে।
আরও পড়ুন-
Virat Kohli: দলের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিরাট, ভাইরাল ভিডিও
Jarvo 69: আর নয়... রবিবারের ঘটনার জের, বিশ্বকাপে নিষিদ্ধ ড্যানিয়েল জার্ভিস