Virat Kohli: দলের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিরাট, ভাইরাল ভিডিও

ব্যাটিংয়ের পাশাপাশি বিরাট কোহলির ফিল্ডিংও যথেষ্ট ভালো। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও বিরাটের অসাধারণ ফিল্ডিং দেখা গিয়েছে। দলের পক্ষ থেকে পুরস্কারও দেওয়া হয়েছে বিরাটকে।

রবিবার ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। ম্যাচের তৃতীয় ওভারেই জসপ্রীত বুমরার বলে মিচেল মার্শের ক্যাচ নেন বিরাট। এই অসাধারণ ক্যাচের জন্যই তিনি সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন। দলের কাছ থেকে এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিরাট। তিনি আনন্দে নেচে ওঠেন, পদক কামড়ে ধরেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। ক্রিকেটপ্রেমীরা বিরাটের ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েরও প্রশংসা করছেন। রবিবারের ম্যাচ শেষ হওয়ার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মাও দলের ফিল্ডিংয়ের প্রশংসা করেন। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে গেলে ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ভালো ফিল্ডিংও জরুরি। সেই কারণেই ফিল্ডিংয়ের উপর জোর দিচ্ছে ভারতীয় দল।

গত ২ দশকে ভারতীয় দলের ফিল্ডিংয়ের অনেক উন্নতি হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের অধিনায়ক হওয়ার পর থেকেই ফিল্ডিংয়ের উপর জোর দেন। যুবরাজ সিং, মহম্মদ কাইফরা অসাধারণ ফিল্ডিংয়ের দৃষ্টান্ত রাখেন। এরপর থেকেই ভারতীয় দলের ফিল্ডিংয়ের উন্নতির ধারাবাহিকতা দেখা যাচ্ছে। এখন ভারতীয় দলের সবাই ভালো ফিল্ডিং করেন। ফিটনেসে বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা বিরাট। তিনি সবসময় দলের জন্য ১০০ শতাংশ দেন। ব্যাট হাতে যেমন বড় ইনিংস খেলার লক্ষ্যে থাকেন বিরাট, তেমনই ফিল্ডিংয়েও অবদান রাখার চেষ্টা করেন এই তারকা। তিনি রান বাঁচানোর পাশাপাশি ভালো ক্যাচও নেন।

Latest Videos

 

 

রবিবারের ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে অসাধারণ ক্যাচ নেন বিরাট। এই ক্যাচই ভারতীয় ক্রিকেটারদের মনোবল বাড়িয়ে দেয়। দলের সবাই ভালো ফিল্ডিং শুরু করেন। বিরাটের মতোই অসাধারণ ফিল্ডিং করেন ঈশান কিষানও। তবে ম্যাচ শেষ হওয়ার পর বিরাটকেই সেরা ফিল্ডার হিসেবে পুরস্কার দেওয়া হয়। ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, বিরাট অসাধারণ ফিল্ডিং করেছেন। তিনি শ্রেয়াস আইয়ার, ঈশানেরও প্রশংসা করেন। 

রবিবারের ম্যাচের পর রোহিত বলেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের ফিল্ডিং খুব ভালো হয়েছে। এই ম্যাচে আমাদের দলের সবাই খুব ভালো খেলেছে। এই ধরনের পরিবেশ-পরিস্থিতিতে খেলা হলে আমাদের কাজটা কঠিন হয়ে যাবে। আমাদের বোলাররা এই পরিবেশ-পরিস্থিতি খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। আমরা জানতাম, এই উইকেট থেকে সবাই সাহায্য পাবে। আমাদের দলের সিমাররা কিছুটা রিভার্স স্যুইং আদায় করে নিয়েছে। স্পিনাররা ভালো জায়গায় বল রেখে গিয়েছে। দলের সবাই ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করেছে।’ এই পারফরম্যান্স ধরে রাখাই রোহিতের লক্ষ্য।

আরও পড়ুন-

Jarvo 69: আর নয়... রবিবারের ঘটনার জের, বিশ্বকাপে নিষিদ্ধ ড্যানিয়েল জার্ভিস

Virat Kohli: ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর